জুমাদাল উলা ১৪৪১ || জানুয়ারি ২০২০

রাসেল - পাবনা

৪৯৮৫. প্রশ্ন

কয়েকদিন আগে আসরের সময় মসজিদে অযু করছিলাম। চেহারা এবং হাত ধোয়ার পর পানি চলে যায়। আশপাশে পানি না পেয়ে মসজিদের ফিল্টার থেকে পানি নিয়ে অযু শেষ করি। ততক্ষণে আমার চেহারা এবং হাত শুকিয়ে যায়। জানার বিষয় হল, আমার এ অযু কি শুদ্ধ হয়েছে? এবং তার দ্বারা যে নামায পড়েছি তা কি আদায় হয়েছে?

উত্তর

আপনার উক্ত অযু সহীহ হয়েছে এবং তা দ্বারা আদায়কৃত নামাযও সহীহ হয়েছে। তবে অযুর জন্য মসজিদের ফিল্টারের পানি ব্যবহার করা ঠিক হয়নি। কেননা ফিল্টারের পানি পান করার জন্য; অন্য কোনো কাজে ব্যবহারের জন্য নয়।

-কিতাবুল আছল ১/২৪; আলমাবসূত, সারাখসী ১/৫৬; আলবাহরুর রায়েক ১/২৭;  মুখতারাতুন নাওয়াযিল ১/১৮৮; ফাতাওয়া হিন্দিয়া ১/৮; আদ্দুররুল মুখতার ১/১২২

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন