রবিউস আখির ১৪৪১ || ডিসেম্বর ২০১৯

তানভীর আহমেদ - কুমিল্লা

৪৯৪৯. প্রশ্ন

অযু করার সময় অনেকে অপ্রয়োজনীয় প্রশ্ন করে থাকে। উত্তর দিতে না পারায় নিজের কাছে অনেক খারাপ লাগে। জানার বিষয়, তার মনের দিকে লক্ষ করে যদি উত্তর দেওয়া হয়, তাহলেও কি অযু মাকরূহ হবে?

 

উত্তর

বিনা প্রয়োজনে অযুতে কথা বলা অনুচিত। তবে কথা বললেও অযু মাকরূহ হবে না।

-খুলাসাতুল ফাতাওয়া ১/২৫; হালবাতুল মুজাল্লী ১/৯৪; আসসেআয়া ১/৮০; ফাতাওয়া তাতারখানিয়া ১/২২৭, ১৮০

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন