রবিউল আউয়াল ১৪৪১ || নভেম্বর ২০১৯

শুআইব আহমদ - জ্যমাইকা

৪৯৪৪. প্রশ্ন

আমাদের দেশে সাধারণত খতনা করা হয় একটু বয়স হওয়ার পর। কিন্তু আমেরিকার হাসপাতালগুলোতে জন্মের এক সপ্তাহের ভিতরেই খতনা করে ফেলা হয়। আমার প্রশ্ন হচ্ছে, এত ছোট বয়সে খতনা করতে শরীয়তের পক্ষ হতে কোনো নিষেধাজ্ঞা আছে কি? জানিয়ে বাধিত করবেন।

উত্তর

শরীয়তের পক্ষ থেকে খতনার সর্বনি¤œ কোনো বয়স নির্ধারিত নেই। যদি শিশুর জন্য অধিক কষ্টকর ও ক্ষতিকর না হয় তাহলে জন্মের পর খতনা করানোও জায়েয হবে।

Ñখুলাসাতুল ফাতাওয়া ৪/৩৪১; আলমুহীতুল বুরহানী ৮/৮৫; খিযানাতুল আকমাল ৩/৪৭০; আদ্দুররুল মুখতার ৬/৭৫১

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন