সফর ১৪৪১ || অক্টোবর ২০১৯

মসজিদ কর্তৃপক্ষ - খুলনা

৪৯০৬. প্রশ্ন

আজ থেকে ১৫ বছর আগে আমরা আমাদের এলাকার অভ্যন্তরীণ সাধারণ সড়কের পাশে একটি মসজিদ নির্মাণ করি। মসজিদটি নির্মাণকালে আশেপাশে বাড়ি-ঘর, দোকান-পাট কম থাকায় রাস্তা প্রশস্ত ছিল। তাই আমরা রাস্তার জন্য দেড় ফিট জায়গা- যা সরকারী আইন অনুযায়ী খালি রাখার দরকার ছিল- তা খালি না রেখেই নিজেদের পূর্ণ জায়গার উপর মসজিদটি নির্মাণ করি। পরবর্তীতে যারা রাস্তার পাশে বাড়ি-ঘর, দোকান-পাট বানিয়েছে, তারাও রাস্তার জন্য দেড় ফিট জায়গা না ছেড়ে ওগুলো বানিয়েছে। ফলে চলাচলের পথ সংকীর্ণ হয়ে মানুষের যাতায়াতে কষ্ট হচ্ছে। বর্তমানে পৌরসভার পক্ষ থেকে সবার কাছে রাস্তার জন্য জায়গা ছাড়ার নোটিশ এসেছে। মুহতারামের নিকট জিজ্ঞাসা হল, এই অবস্থায় কি মসজিদের সেই অংশ থেকে রাস্তার জন্য  দেড় ফিট জায়গা বের করার অবকাশ আছে, যে অংশটুকু সরকারি আইন অনুযায়ী খালি রাখার দরকার ছিল?

উল্লেখ্য, উক্ত অংশ ভাঙ্গা পড়লে মসজিদের তেমন কোনো সমস্যা হবে না।

উত্তর

বিধি অনুযায়ী যতটুকু রাস্তা ছেড়ে দিয়ে মসজিদ ঘর উঠানো উচিত ছিল ততটুকু জায়গা নির্মিত মসজিদ থেকে ছেড়ে দেয়া যাবে। প্রথম থেকেই ঐ জায়গা মসজিদের অন্তুর্ভুক্ত করা উচিত হয়নি।

-আলমুহীতুল বুরহানী ৯/১২৫; আলইসআফ ফী আহকামিল আওকাফ পৃ. ৭৩; ফাতহুল কাদীর ৫/৪৪৫; তাবয়ীনুল হাকায়েক ৪/২৭৪; মাজমাউল আনহুর ২/৫৯৫

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন