সফর ১৪৪১ || অক্টোবর ২০১৯

মুহাম্মাদ রায়হান - খালিশপুর, খুলনা

৪৮৯৪. প্রশ্ন

গত জুমাদাল আখিরাহ মাসের ১৫ তারিখে আমার এক প্রতিবেশীর ভগ্নিপতি সড়ক দুর্ঘটনায় মারা যায়। আমরা জানি, কারো স্বামী মারা গেলে স্ত্রীর জন্য চার মাস দশ দিন ইদ্দত পালন করতে হয়। সে অনুযায়ী তার বোনও ইদ্দত পালন করছে। এখন জানার বিষয় হল, এখন সে চার মাস দশ দিন কীভাবে হিসাব করবে? তার স্বামী তো মারা গেছে মাস শুরু হওয়ার ১৫ দিন পর। এক্ষেত্রে যদি দিনের হিসাব হয়, তাহলে প্রত্যেক মাসকে ২৯ দিন ধরবে, নাকি ৩০ দিন ধরবে? দয়া করে জানিয়ে উপকৃত করবেন।

উত্তর

প্রশ্নোক্ত ক্ষেত্রে তার স্বামী যেহেতু মাসের মাঝে মারা গেছেন তাই তাকে প্রত্যেক মাস ৩০ দিন হিসাবে ধরে মোট ১৩০ দিন ইদ্দত পালন করতে হবে।

-বাদায়েউস সানায়ে ৩/৩১০; আলমুহীতুল বুরহানী ৫/২২৭; আলইখতিয়ার ৩/২৫৯; ফাতাওয়া হিন্দিয়া ১/৫২৭

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন