সফর ১৪৪১ || অক্টোবর ২০১৯

আবদুর রাযযাক - যশোর

৪৮৯২. প্রশ্ন

আমার এক বন্ধুর দুই ছেলে এক মেয়ে। শালির সাথে কিছুদিন আগে তার অবৈধ শারীরিক সম্পর্ক হয়। বিষয়টি এখনো সবার অজানা এবং সেও বেশ অনুতপ্ত। জানার বিষয় হল, তার বর্তমান বৈবাহিক সম্পর্কের হুকুম কী? তার স্ত্রী কি তার জন্য হারাম হয়ে গিয়েছে?

উত্তর

যে কোনো ব্যভিচারই জঘন্যতম কবীরা গুনাহ। আর স্ত্রীর বোনের সাথে এমনটি করা আরো ভয়াবহ গুনাহ। তাদেরকে অবশ্যই খাঁিট দিলে তাওবা-ইস্তিগফার করতে হবে এবং উভয় পক্ষকে সবসময় পর্দার ফরয বিধান মেনে চলতে হবে। তবে একারণে লোকটির জন্য তার স্ত্রী হারাম হয়ে যায়নি। তারা ঘরসংসার চালিয়ে যেতে পারবে।

 -মুসান্নাফে ইবনে আবি শাইবা, বর্ণনা ১৬৬১৬; খুলাসাতুল ফাতাওয়া ২/৭; ফাতহুল কাদীর ৩/১২৩; জামেউর রুমূয ৩/৩১৪; হাশিয়াতুত তাহতাবী আলাদ্দুর ৪/১৯০; রদ্দুল মুহতার ৩/৩৪, ৬/৩৮০

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন