জুমাদাল আখিরাহ-রজব ১৪৪০ || মার্চ ২০১৯

মুহাম্মাদ সাঈদ - সিলেট

৪৭২৮. প্রশ্ন

আমি জেনেছি, জুমার দিন গোসল করা সুন্নত, এখন এর জন্য নির্ধারিত কোনো সময় আছে কি? যদি কেউ দিনের শুরুতে গোসল করে থাকে তাহলে তাতে কি জুমার জন্য গোসলের সুন্নত আদায় হবে না? নাকি পুনরায় গোসল করতে হবে? জানতে আগ্রহী।

উত্তর

জুমার দিন জুমার নামাযের প্রস্তুতি হিসেবে গোসল করা সুন্নত। ফকীহগণ বলেন, জুমার প্রস্তুতি হিসেবে এমন সময় গোসল করা উত্তম যেন উক্ত অযু-গোসল দ্বারাই নামায আদায় করা সম্ভব হয়। অবশ্য বিশুদ্ধ মত অনুযায়ী জুমার নিয়তে দিনের প্রথম ভাগে গোসল করলেও এর দ্বারা উক্ত সুন্নত আদায় হয়ে যাবে। এক্ষেত্রে পুনরায় গোসল করার প্রয়োজন হবে না।

-সহীহ বুখারী, হাদীস ৮৭৭; মুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা ৫০৪৪, ৫০৮০, ৫০৮৭; মুখতারাতুন নাওয়াযিল ১/২০১; আলবাহরুর রায়েক ১/৬৪; শরহুল মুনয়া পৃ. ৫৫; রদ্দুল মুহতার ১/১৬৮

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন