যিলকদ ১৪৩৯ || আগস্ট ২০১৮

উম্মে ফাইয়াজ - আশকোনা, ঢাকা

৪৫০২. প্রশ্ন

আমি কুদূরী জামাত পর্যন্ত মাদরাসায় পড়েছি। আমরা নূরুল ইযাতে পড়েছি তারতীব সাকিত হওয়ার একটি কারণ হল কাযা নামাযের কথা স্মরণ না থাকা।

জানার বিষয় হল, কোনো ছাহিবে তারতীব যদি কাযা নামাযের কথা ভুলে কয়েক ওয়াক্তের ওয়াক্তিয়া পড়ে ফেলে তাহলে যখন ঐ কাযা নামাযের কথা স্মরণ হবে তখন কী করবে? আগে কাযা পড়বে, নাকি ভুলে একবার তারতীব সাকিত হয়ে যাওয়ার কারণে আর তারতীব রক্ষা করতে হবে না।

আমার কখনো এমন হয়, ফজর কাযা হয়ে গেছে। মনে না থাকার কারণে যোহর আসর পড়ে ফেলেছি। পরে মাগরিবের আগে ফজরের কথা স্মরণ হয়েছে। তখন আমার কী করণীয়? আগে ফজর পড়ব, নাকি পরে পড়লেও চলবে?

উত্তর

প্রশ্নোক্ত ক্ষেত্রে স্মরণ হওয়ার পর আপনাকে পরবর্তী ওয়াক্তিয়ার আগে ফজরের কাযা পড়তে হবে। ভুলে যোহর আসর পড়ার কারণে ঐ দুই ওয়াক্ত নামায আদায় হয়ে গেছে। কিন্তু স্মরণ হওয়ার পর আবার তারতীবের প্রতি লক্ষ রাখা জরুরি। এক্ষেত্রে এটিই নিয়ম।

-আলবাহরুর রায়েক ২/৮৮; ফাতাওয়া কাযীখান ১/১০৯; খুলাসাতুল ফাতাওয়া ১/৮৮; হালবাতুল মুজাল্লী ২/৫১৭

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন