যিলকদ ১৪৩৯ || আগস্ট ২০১৮

সাইফুল্লাহ - বাগেরহাট

৪৫০০. প্রশ্ন

আমার এক সহপাঠী ফজরের নামাযের দ্বিতীয় রাকাতে সিজদায় গিয়ে ঘুমিয়ে পড়েছে। অতপর ইমাম সাহেবের সালামের শব্দ শুনে সিজদা থেকে উঠে সাথে সাথে সালাম ফিরিয়েছে। জানতে চাই, তার উক্ত নামায কি সহীহ হয়েছে?

উত্তর

লোকটির নামায হয়নি। কারণ শেষ বৈঠকে তাশাহহুদ পরিমাণ বসা ফরয। এই ফরয আদায় না হওয়ায় তার নামায নষ্ট হয়ে গেছে। তাকে পুনরায় উক্ত নামায পড়ে নিতে হবে।

-কিতাবুল আছল ১/২০৮; খুলাসাতুল ফাতাওয়া ১/৫১; ফাতাওয়া ওয়ালওয়ালিজিয়্যা ১/৯২; আততাজনীস ওয়াল মাযীদ ১/৪৫২; শরহুল মুনয়া পৃ. ৪৫৫

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন