যিলকদ ১৪৩৯ || আগস্ট ২০১৮

আবুল হাসান লায়েক - জামিয়াতুল উলূম আলইসলামিয়া

৪৪৯৮. প্রশ্ন

আমরা জানি, সূর্যোদয়ের সময় ১০-১৫ মিনিট নামায পড়া যায় না। জানার বিষয় হল, তা সত্ত্বেও যদি কেউ এ সময় ফজরের নামায পড়ে ফেলে তাহলে কি এর দ্বারা তার ফরয আদায় হয়ে যাবে? না তা পরে আবার পড়তে হবে? অনুরূপ যদি সূর্যোদয়ের পূর্বে নামায শুরু করার পর নামায অবস্থায় সূর্যোদয় হয়ে যায় তাহলে এ নামাযের কী হুকুম?

উত্তর

সূর্যোদয়ের সময় নামায আদায় করা নিষেধ।  এ সময় ফজরের ফরয নামায বা কোনো কাযা পড়াও সহীহ নয়। পড়লে তা আদায় হবে না। তাই পরে তা কাযা করে নিতে হবে। অনুরূপ যদি সূর্যোদয়ের পূর্বে নামায শুরু করার পর নামায অবস্থায় সূর্য উদিত হয়ে যায় তবে সেটিও পরবর্তীতে কাযা করে নিতে হবে।

-বাদায়েউস সানায়ে ১/৩২৯; আলমাবসূত, সারাখসী ১/১৫০; খিযানাতুল আকমাল ১/১৪৪; ফাতাওয়া খানিয়া ১/৩৯; রদ্দুল মুহতার ১/৩৭৩

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন