যিলহজ্ব ১৪৩৮ || সেপ্টেম্বর ২০১৭

মুহাম্মাদ ইমরান - ওয়েব থেকে প্রাপ্ত

৪১৮৩. প্রশ্ন

আমার মা আমার ছোট ভাইকে ২ বছর বয়সে রেখে ইন্তেকাল করেন। আমার ভাইকে প্রতিপালনের মত কেউ না থাকায় তখন থেকে ও আমার খালার কাছে থাকে। আমার খালাই ওকে লালন-পালন করেন এবং তার সন্তানের মত ভালবাসেন। আমার ভাই এখন আমার খালাকে মা এবং খালুকে বাবা বলে ডাকে। আমার ভাই এর বয়স এখন ১৮ বছর। ও এখন আমার বাবাকে খালু এবং আমাদেরকে খালাত ভাই বলে পরিচয় দেয়। ওর সকল পরিচয়পত্রে খালুর নাম ব্যবহৃত হয়। ও মানতে রাজি নয় যে আমরা ওর আপন ভাই। আমার বাবা এবং আমরা ওর উপর কোন চাপ প্রয়োগ করতে চাই না। এমতাবস্থায় শরীয়তের দৃষ্টিতে ওর হুকুম কী হবে? ও আমার খালুকে বাবা বলে ডাকলে এবং পরিচয় দিলে গুনাহগার হবে কি?
 

উত্তর

জন্মদাতা পিতা ব্যতীত কাউকে নিজ পিতা হিসাবে পরিচয় দেওয়া নাজায়েয। এর দ্বারা নিজের বংশসূত্র গোপন করা হয়। এটা মিথ্যা ও ধোকার শামিল। হাদীসে এ ব্যাপারে কঠোর ধমকি এসেছে।

প্রশ্নোক্ত ক্ষেত্রে যদিও বংশ পরিচয় গোপন করা উদ্দেশ্য মনে হয় না, বরং যাদের ঘরে ছোট থেকে লালিত পালিত হয়েছে সামাজিক নিয়মেই তাদেরকে মা-বাবা বলে ডাকা হচ্ছে। তথাপি আইডি কার্ড ইত্যাদিতে জন্মদাতা নয় এমন কাউকে বাবা হিসেবে লেখা তো সরাসরি মিথ্যা বলা হচ্ছে। তাই আপনার ভাইয়ের কর্তব্য হল, নিজ আইডি কার্ড সংশোধন করে জন্মদাতা বাবার নাম লিখিয়ে নেয়া। আর নিজ পিতাকে বাবা বলেই ডাকা। আপন ভাইদেরকে খালাত ভাই না বলা।

-সহীহ বুখারী, হাদীস ৬৭৬৬; ফাতহুল বারী ১২/৫৬; আলমিনহাজ শরহে মুসলিম, নববী ২/৫০, ৫২; আহকামুল কুরআন জাস্সাস ৩/৩৫৪

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন