সফর ১৪৩৯ || নভেম্বর ২০১৭

ইবনে আবদুস সামাদ - মোমেনশাহী

৪২২৪. প্রশ্ন

এক ব্যক্তি ওমরা করার সময় সাঈতে ছয় চক্কর দিয়েই মাথা মু-িয়ে হালাল হয়ে যায়। এরপর সে আর সাঈর বাকি চক্কর পূর্ণ করেনি। এভাবেই দেশে চলে আসে।

প্রশ্ন হল, তার ওমরা সহীহ হয়েছে কি না? সহীহ না হলে তার কী করণীয়? আর যদি সহীহ হয়ে থাকে তাহলে তার উপর কোনো জরিমানা ওয়াজিব হয়েছে কি না? বিস্তারিত জানিয়ে বাধিত করবেন।

 

উত্তর

প্রশ্নোক্ত ক্ষেত্রে সাঈর সপ্তম চক্কর ছুটে গেলেও ওমরা আদায় হয়ে গেছে। তবে এক চক্কর ছুটে যাওয়ার কারণে এক ফিতরা পরিমাণ সদকা করা ওয়াজিব হয়েছে। এক্ষেত্রে মক্কা এলাকার হিসাব অনুযায়ী সদকা দিবে। আর এ সদকা চাইলে দেশের ফকীর-মিসকীনকেও দেওয়া যাবে।

Ñআলমাবসূত, সারাখসী ৪/৫১; রদ্দুল মুহতার ২/৫৫৮

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন