শাবান-রমযান ১৪৩৬ || জুন-জুলাই ২০১৫

জাফর সাদেক - রাজশাহী

৩৪০৮. প্রশ্ন

 

এতেকাফকারী কি জানাযা পড়ার জন্য মসজিদের বাইরে যেতে পারবে? এতে কি তার এতেকাফ নষ্ট হয়ে যাবে?


 

উত্তর

ইতিকাফকারী জানাযা পড়ার জন্য মসজিদের বাইরে যেতে পারবে না। জানাযার জন্য বাইরে বের হলে এতেকাফ নষ্ট হয়ে যাবে।

-সুনানে আবু দাউদ, হাদীস ২৪৭৩; আসসুনানুল কুবরা, বাইহাকী, হাদীস ৮৫৯৪; কিতাবুল আসল ২/১৮৩; ফাতাওয়া তাতারখানিয়া ৩/৪৪৫

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন