রজেফা বেগম - চাঁপাইনবাবগঞ্জ

৫০৯১. প্রশ্ন

মুহতারাম, আড়াই মাস আগে আমার স্বামী রোড এক্সিডেন্টে মারা যান। বর্তমানে আমি স্বামীর বাড়িতে ইদ্দত পালন করছি। দুসপ্তাহ পর আমার ছোট বোন ও তার স্বামী হজে¦ যাবেন। তাদের বাসা আমাদের গ্রামেই, খুব নিকটে। হজে¦ যাওয়া উপলক্ষে তারা সকল নিকট আত্মীয়কে দাওয়াত করেছেন। যাদের মাঝে আমিও আছি। আমি কি এ দাওয়াতে যেতে পারব?

উত্তর

আপনি চাইলে উক্ত দাওয়াতে যেতে পারবেন। তবে অবশ্যই আপনাকে রাত হওয়ার আগে বাসায় ফিরে আসতে হবে। কেননা বিধবা মহিলার জন্য ইদ্দত অবস্থায় বিনা ওজরে স্বামীর গৃহের বাইরে রাত্রি যাপন করা জায়েয নেই।

Ñবাদায়েউস সানায়ে ৩/৩২৩; আলইখতিয়ার ৩/২৬৫; আলমুহীতুল বুরহানী ৫/৩৩৭; মাজমাউল বাহরাইন পৃ. ৫৯৫; আলবাহরুর রায়েক ৪/১৫৩; ফাতাওয়া হিন্দিয়া ১/৬৩৪

শেয়ার লিংক

সাইফুল ইসলাম - শেরপুর, বগুড়া

৫০৯২. প্রশ্ন

আমার কয়েক বিঘা জমি আছে। এতে যে ধান হয় তার বেশিরভাগ অংশ সেদ্ধ করে শুকিয়ে বিক্রি করি। তাতে ভাল লাভ হয়। কিছু দিন আগে এক লোক আমাকে ২০,০০০/- টাকা দিয়ে বলেনÑ টাকাগুলো দিয়ে আপনি নিজের মনমত ব্যবসা করেন। ব্যবসায় যে লাভ হবে তার অর্ধেক আমাকে দেবেন। আমি এই টাকাগুলো দিয়ে ধান কিনে আমার ধানের সাথে সেদ্ধ করে ব্যবসা করতে চাচ্ছি। এক লোক আমাদের চুক্তিটি জানার পর বলল, তার ধানগুলো নিজের ধানের সাথে মিশিয়ে ব্যবসা করতে পারবেন না। এদিকে অন্য কোনো ব্যবসায় আমি অভ্যস্ত নই। তাই হুযূরের কাছে উক্ত বিষয়টির শরঈ সমাধান জানতে চাচ্ছি।

উত্তর

প্রশ্নোক্ত ক্ষেত্রে সে যেহেতু আপনাকে টাকাগুলো দিয়ে নিজের মনমত ব্যবসা করতে বলেছে, তাই তার টাকা দিয়ে ধান কিনে নিজের ধানের সাথে একত্রে সেদ্ধ করে বিক্রি করতে পারবেন। এক্ষেত্রে যে পরিমাণ ধান আপনার একক মালিকানাধীন হবে তার লাভ আপনার হবে। আর বিনিয়োগকারীর টাকা দিয়ে যে পরিমাণ ধান কিনেছেন পূর্ব চুক্তি অনুযায়ী তার লভ্যাংশ উভয়ের অংশ অনুপাতে বণ্টিত হবে।

উল্লেখ্য, প্রশ্নোক্ত ব্যক্তির কথাটি ঐ ক্ষেত্রে প্রযোজ্য হবে, যেখানে শুধু ব্যবসা করতে বলা হয়েছে। ব্যবসার ক্ষেত্রে একচ্ছত্র অধিকার ব্যবসায়ীকে দেওয়া হয়নি।

Ñকিতাবুল আছল ৪/১৪৭; বাদায়েউস সানায়ে ৫/১২৮; ফাতাওয়া তাতারখানিয়া ১৫/৪১৩; আলবাহরুর রায়েক ৭/২৬৪; মাজাল্লাতুল আহকামিল আদলিয়্যাহ, মাদ্দা ১৪১৫; আদ্দুররুল মুখতার ৫/৬৪৯

শেয়ার লিংক