মুহাম্মাদ হাবীবুল্লাহ - মির্জাপুর, টাঙ্গাইল

৩১৪৪. প্রশ্ন

কোনো কবর পুরাতন হয়ে গেলে তাতে কি নতুন করে আবার কোনো লাশ দাফন করা যায়? আমাদের একটি পারিবারিক কবরস্থান আছে। যা প্রায় ৬০ বছর পুরোনো। এখন সেটির প্রায় সব জায়গাই কবর দ্বারা ভরে গেছে। নতুন কোনো লাশ দাফন করার মতো অন্য কোনো জায়গাও নেই। এ অবস্থায় আমরা কি কবরস্থানটির পুরাতন কবরগুলোতে নতুন করে আবার কবর দিতে পারব? যদি অনুমতি থাকে তাহলে কখনো কোনো কবরে হাড্ডি পেলে সেগুলো কী করব? জানালে উপকৃত হব।


উত্তর

প্রশ্নোক্ত ক্ষেত্রে যে পুরাতন কবরের লাশ মাটির সাথে মিশে যাওয়ার ব্যাপারে প্রবল ধারণা হয় তা খনন করে সেখানে নতুল লাশ দাফন করা যাবে। কবর খনন করতে গিয়ে হাড় পাওয়া গেলে তা পৃথকভাবে দাফন করে দিবে। কিংবা খননকৃত কবরের একপাশে রেখে দিবে।

-ফাতহুল কাদীর ২/১০২; রদ্দুল মুহতার ২/২৩৩-২৩৪; রমযুল হাকায়েক ১/৬৭; আলবাহরুর রায়েক ২/১৯৫

শেয়ার লিংক

মুহাম্মাদ হাবীবুল্লাহ - সিলেট

৩১৪৫. প্রশ্ন

আমাদের মসজিদের জায়গা মোট চার শতক। কিন্তু মসজিদের জন্য ব্যবহার হচ্ছে কেবল দুই শতক। বাকি দুই শতক অনেক দিন ধরে পাশের কবরস্থানের জন্য ব্যবহার করা হচ্ছে। বর্তমানে মুসল্লি সংখ্যা বৃদ্ধি পাওয়ায় মসজিদ আরো বড় করা দরকার। তাই এখন জানার বিষয় হল, কবরস্থানের ঐ দুই শতক জায়গায় কি মসজিদটি সম্প্রসারণ করা জয়েয হবে?

 

উত্তর

প্রশ্নের বিবরণ অনুযায়ী কবরস্থানের ঐ দুই শতক জায়গাটুকু যেহেতু মসজিদের, কবরস্থানের নয় তাই কর্তৃপক্ষ তাতে মসজিদ সম্প্রসারণ করতে পারবে। এক্ষেত্রে ঐ জায়গায় যেসব কবর রয়েছে সেগুলো সমান করে দিয়ে এর উপর মসজিদ নির্মাণ করবে।

-আলআশবাহ ওয়াননাযাইর ২/২২৮; ফাতাওয়া হিন্দিয়া ২/৪৭২; আলবাহরুর রায়েক ৫/২৪৫; আদ্দুররুল মুখতার ৪/৪৩৩

শেয়ার লিংক

আবু আবদুল্লাহ - গফরগাও, ময়মনসিংহ

৩১৪৬. প্রশ্ন

আমাদের বাসায় মাঝেমধ্যেই ইঁদুরের উপদ্রব দেখা যায়। অনেক সময় প্রয়োজনীয় কাগজপত্র ও দামি কাপড়চোপড়ও কেটে ফেলে। তাই আমরা ইঁদুর নিধনের জন্য বিভিন্ন কীটনাশক ওষুধ ব্যবহার করে থাকি। এতে অনেক ইঁদুর মারা যায়। প্রশ্ন হল, এভাবে ইঁদুর মারা কি জায়েয হবে? দয়া করে এ বিষয়ে শরীয়তের বিধান জানিয়ে উপকৃত করবেন।


উত্তর

ইঁদুর যেহেতু ঘরবাড়ির আসবাবপত্র নষ্ট করে ফেলে তাই কীটনাশক ওষুধ ব্যবহার করে তা মেরে ফেলা জায়েয।

উল্লেখ্য, ক্ষতিকারক প্রাণীকে  মারার জন্য এমন ব্যবস্থা গ্রহণ করতে হবে যা তার জন্য কম কষ্টদায়ক হয় এবং তুলনামূলক সহজ হয়। বিনা প্রয়োজনে অধিক কষ্ট দেওয়া থেকে অবশ্যই বিরত থাকতে হবে।

-মুসান্নাফে ইবনে আবী শাইবা, হাদীস : ২৭১৮৯; আলমুহীতুল বুরহানী ৮/৯৪; ফাতাওয়া তাতারখানিয়া ১৮/২২৪; ফাতাওয়া হিন্দিয়া ৫/৩৬১; আলবাহরুর রায়েক ৮/২০৪; আদ্দুররুল মুখতার ৬/৭৫২

শেয়ার লিংক