Rajab-1447 || January 2026

মুহাম্মাদ রিফাত - মাদানীনগর

Question

কিছু ছাত্র অতিরিক্ত জোরে পড়ে, ফলে অন্যদের পড়তে সমস্যা হয় এ বিষয়ে কার কী করণীয়?

Answer

অন্যদের অসুবিধা হয় এমন জোরে পড়া ঠিক নয়

হাদীস শরীফে ইরশাদ হয়েছে

اعْتَكَفَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْمَسْجِدِ، فَسَمِعَهُمْ يَجْهَرُونَ بِالْقِرَاءَةِ، فَكَشَفَ السِّتْرَ، وَقَالَ: أَلَا إِنَّ كُلَّكُمْ مُنَاجٍ رَبَّه، فَلَا يُؤْذِيَنَّ بَعْضُكُمْ بَعْضًا، وَلَا يَرْفَعْ بَعْضُكُمْ عَلَى بَعْضٍ فِي الْقِرَاءَةِ، أَوْ قَالَ: فِي الصَّلَاةِ.

একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ইতিকাফ করাকালীন কিছু মানুষকে জোর আওয়াজে তিলাওয়াত করতে শুনলেন তখন তিনি পর্দা সরিয়ে বললেন, শোনো! তোমরা সবাই তোমাদের রবের সঙ্গে নিভৃত আলাপে রত আছ অতএব তোমরা একে অপরকে কষ্ট দিয়ো না এবং একে অন্যের চাইতে উচ্চৈঃস্বরে তিলাওয়াত করো না সুনানে আবু দাউদ, হাদীস ১৩৩২; সুনানে  কুবরা, নাসায়ী, হাদীস ৮০৩৮; সহীহ ইবনে খুযাইমা, হাদীস ১১৬২

ইজতেমায়ী যিন্দেগীতে এ ধরনের আদবের প্রতি লক্ষ রাখা জরুরি নইলে দেখা যাবে, আমি অজান্তেই অনেকের কষ্টের কারণ হয়ে যাচ্ছি

Read more advices provided in this issue