Jumadal Akhirah 1447 || December 2025

মুহাম্মাদ সাআদ আহমাদ - জামিউল উলূম মাদরাসা, মিরপুর

Question

উস্তাযে মুহতারামের কাছে দুটি বিষয় জানতে চাই

ক. কানযুদ দাকায়েক কিতাবটি কীভাবে পড়লে কাক্সিক্ষত লক্ষ্য অর্জিত হবে?

খ. আমি আকীদার কিছু কিতাব মুতালাআ করতে চাই আমরা পড়তে পারব এমন কিছু আরবী কিতাবের নাম জানতে চাই বাংলা বা উর্দু ভাষায় এ বিষয়ে সহজবোধ্য কোনো কিতাব থাকলে সেটাও জানতে চাই

Answer

ক. কানযুদ দাকায়েক হানাফী ফিকহের প্রসিদ্ধ মতন এটি মুখতাসার হলেও জামে‘ তাই কিতাবের প্রতিটি অধ্যায়ে যে বুনিয়াদী মাসআলাগুলো আছে, সেগুলো ভালোভাবে আত্মস্থ করতে হবে সুরতে মাসআলা ও হুকুম ইহতেমামের সাথে খেয়াল করে বুঝে পড়তে হবে এবং আত্মস্থ করতে হবে

মুসান্নিফ রাহ. সংক্ষিপ্ততার উদ্দেশ্যে কিতাবে বিভিন্ন রুমূয ও ইশারা ব্যবহার করেছেন পড়ার সময় কিতাবের মর্মার্থ ভালোভাবে বোঝার সাথে সাথে মুসান্নিফের ব্যবহৃত রুমূয ও ইশারাগুলোও সাধ্য মোতাবেক বোঝার চেষ্টা করবেন

কানযুদ দাকায়েকের গুরুত্বপূর্ণ ও নির্ভরযোগ্য একাধিক শরাহ রয়েছে সেগুলোর নাম ও পরিচয় জানা থাকা উচিত, যাতে প্রয়োজনের সময় মুরাজাআত করা যায়

হিন্দুস্তানী নুসখার সাথে মাওলানা মুহাম্মাদ আহসান সিদ্দিকী নানুতবী (১৩১২ হি.) রাহ.-এর যে আরবী হাশিয়া রয়েছে, সেটি নিয়মিত মুতালাআ করবেন আর মাঝেমধ্যে কানযুদ দাকায়েকের শরাহ ‘আলবাহরুর রায়েক’ ও ‘তাবয়ীনুল হাকায়েক’-এর কিছু মুতালাআ করলে আরবী শুরূহের সঙ্গে মুনাসাবাত তৈরি হবে ইনশাআল্লাহ তবে কখনো নোটের সাহায্য নেওয়া যাবে না বরং আপনি নিজে মেহনত করে ইবারতের সঠিক মর্ম উদ্ধারের চেষ্টা করবেন প্রয়োজনে আরবী শরাহ ও হাশিয়ার সাহায্য নেবেন সংশ্লিষ্ট উস্তাযের শরণাপন্ন হবেন এবং সাথিদের সঙ্গে মুযাকারা করবেন এভাবে মেহনত করে পড়তে থাকলে ইস্তে‘দাদ বাড়তে থাকবে ইনশাআল্লাহ

খ. আকীদা সম্পর্কে অধ্যয়নের বিভিন্ন স্তর ও পর্যায় এবং বিভিন্ন দিক রয়েছে আপনি আপাতত হাকীমুল উম্মত থানভী  রাহ.-এর তালীমুদ্দীন এবং বেহেশতী জেওরের আকীদা অধ্যায় মুতালাআ করতে পারেন তেমনিভাবে মাওলানা মুহাম্মাদ মানযূর নোমানী রাহ.-এর চার কিতাব ১. ‘কালিমায়ে তায়্যেবাহ কী হাকীকত’, ২. ‘ইসলাম কিয়া হ্যায়?’, ৩. ‘কুরআন আপ সে কিয়া কাহ্তা হ্যায়?’ ও ৪. ‘দ্বীন ও শরীয়ত’ এবং মাওলানা আবুল হাসান আলী নদভী রাহ.-এর ‘দস্তূরে হায়াত’ মুতালাআ করতে পারেন আরবী কিতাবসমূহের মধ্যে আপাতত ইমাম ইবনে আবী যায়েদ কায়রাওয়ানী (৩১০-৩৮৬ হি.) রাহ. রচিত কিতাব

العقيدة الإسلامية التي يُنَشَّأ عليها الصِّغار

মুতালাআ করতে পারেন এটি শায়েখ আবদুল ফাত্তাহ আবু গুদ্দাহ রাহ.-এর তাহকীকে প্রকাশিত হয়েছে

আপনি আপনার উস্তাযের সঙ্গে মশওয়ারা করবেন, এ কিতাবগুলোর মধ্যে কিংবা এগুলোর বাইরে কোন্ কোন্ কিতাব এখন আপনার জন্য মুনাসিব

Read more advices provided in this issue