Jumadal Ula 1447 || November 2025

মুহাম্মাদুল্লাহ - কুমিল্লা

Question

হযরত! উস্তায যখন দরসে তাকরীর করেন তখন তা শুধু মনোযোগ দিয়ে শুনে যাব, নাকি সাথে নোট করারও চেষ্টা করব? নোট করতে গেলে অনেক কথা ভালো করে বুঝে নেওয়া হয় না আবার শুধু কথা ভালো করে বুঝতে গিয়ে কিছু নোট না করলে পরে নিজের কাছে আর কিছু সংরক্ষিত থাকে না এক্ষেত্রে আসলে সঠিক পদ্ধতি কোন্টি, জানালে উপকৃত হব

Answer

দ্রুত লেখার অভ্যাস থাকলে উস্তাযের তাকরীরের দিকে মনোযোগ রেখেই নোট চালিয়ে যাওয়া সম্ভব অনুশীলনের মাধ্যমে যোগ্যতা উত্তরোত্তর বৃদ্ধি পাবে তবে লেখার কারণে মনোযোগে ব্যাঘাত ঘটলে লেখা বাদ দিয়ে তাকরীর শোনার দিকে খেয়াল দেওয়াই উত্তম পরে সাথিদের সাথে মুযাকারা করে জরুরি বিষয়গুলো লিখে নেবেন আবার বিষয়টিও খেয়াল করতে হবে যে, উস্তায তাকরীর চলাকালীন লেখা পছন্দ করেন কি না উস্তায পছন্দ না করলে সবকের পুরো সময় অত্যন্ত মনোযোগের সঙ্গে তাকরীর শুনবেন

Read more advices provided in this issue