Rabiul Ahkir 1447 || October 2025

মুহাম্মদ খলিলুর রহমান - ঝিনাইদহ

Question

আমি মেশকাত জামাতে পড়ি দাওরায়ে হাদীসের পর উলূমুল কুরআন বিষয়ে উচ্চতর পড়াশোনা করতে চাই তাই বিরতির সময়গুলোতে কীভাবে এ পথে অগ্রসর হতে পারি?

Answer

মেশকাত ও দওরায়ে হাদীস অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি জামাত এই দুই জামাতে যেসব বিষয় ও কিতাব পাঠ্য, তার সবগুলোই গুরুত্বের সঙ্গে হক আদায় করে পড়া উচিত আসলে যে তালিবে ইলম মেশকাত ও দাওরায়ে হাদীসের জামাতে সঠিক অর্থে দাখেলার উপযুক্ত, সে দিরাসাতে উল্ইয়ার যে কোনো বিভাগেই দাখেলা পাওয়ার উপযুক্ত হওয়ার কথা তাই আপনি যদি দরসিয়াতের বিষয়গুলো হক আদায় করে পড়ে থাকেন এবং এখনো পড়েন, তাহলে উলূমুল কুরআন বিভাগের জন্য আমরা মনে করি না যে, আলাদা করে কোনো প্রস্তুতি নিতে হবে এর পরও আপনি চাইলে হযরত শায়খুল ইসলাম দামাত বারাকাতুহুম রচিত উলূমুল কুরআন এবং শায়েখ নূরুদ্দীন ইত্র রাহ. লিখিত উলূমুল কুরআনিল কারীম অধ্যয়ন করতে পারেন পাশাপাশি রূহুল মাআনী, তাফসীরে কুরতুবী ও তাফসীরে আবুস সাঊদ থেকে একটু একটু পড়তে পারেন, যাতে এগুলোর উসলুবের সঙ্গে পরিচিত হতে পারেন

Read more advices provided in this issue