মুহাম্মাদ সাকিবুল হাসান - সাভার
Question
মুহতারাম! আমি হেদায়াতুন্নাহু জামাতের একজন তালিবুল ইলম। আমার জানার বিষয় হল, মানুষ যখন ‘বড়’ হওয়ার স্বপ্ন দেখে তখন বড় কোনো ব্যক্তিত্বের জীবনাদর্শ অনুসরণ করে। যেমন হযরত আদীব হুযুর দামাত বারাকাতুহুম হযরত মাওলানা আবুল হাসান আলী নদভী রাহ.-কে একান্তভাবে নিজের জীবনের আলোকবর্তিকা হিসেবে গ্রহণ করেছেন।
হযরত! আমি জানতে চাই, আমার বয়স, পড়াশোনা ও সার্বিক অবস্থার বিবেচনায় আমি কি হযরত নদভী রাহ.-কে আমার জীবনের সকল বিষয়ে একান্তভাবে অনুসরণ করতে পারি? যদি পারি, তাহলে এমন মহান ব্যক্তিত্বের অনুসরণ ঠিক কীভাবে ও কোন্ পদ্ধতিতে করতে হয়? জানিয়ে বাধিত করবেন।
Answer
এই বিষয়টি নিয়ে আপনি আরও পরেও ভাবতে পারেন। এখন আসাতিযায়ে কেরামের নেগরানীতে মেহনত করতে থাকুন। উসূল মোতাবেক সীমিত পর্যায়ে ইযাফী মুতালাআর চেষ্টা করুন। ‘ইসলাম কেয়া হ্যায়’ এবং ‘হায়াতুল মুসলিমীন’ মুতালাআ করতে পারেন। দৈনিক কুরআন মাজীদের তিলাওয়াত এবং দরূদ শরীফের আমল গুরুত্বের সঙ্গে করার চেষ্টা করুন।