Rabiul Ahkir 1447 || October 2025

সুলতান মাহমুদ সাকিব - ঢাকা

Question

আমি উর্দু ভাষায় দক্ষতা অর্জন করতে চাই যদিও উর্দুতে আল্লাহর রহমতে কিতাব পড়তে পারি, তবে বলতে গেলে ব্যাকরণ তেমন জানিই না তাই উর্দু ভাষার ব্যাকরণের কিছু কিতাবের নাম জানিয়ে বাধিত করবেন

Answer

উর্দু ভাষা শেখার জন্য সায়্যেদ শওকত আলী রচিত ‘হামারী কিতাব’ (১-৮ খণ্ড) ও মওলবী ইসমাঈল মিরাঠী সাহেব লিখিত উর্দু কী পেহলী, দুসরী, তেসরী, চৌথী বেশ উপকারী আর উর্দু ব্যাকরণ জানার জন্য নিচের কয়েকটি কিতাব অধ্যয়ন করা যেতে পারে

১-  قواعد اردو، بابائے اردو مولوی عبدالحق، انجمن ترقی اردو بورڈ، نئی دہلی

২- اردو صرف و نحو، بابائے اردو مولوی عبدالحق، انجمن ترقی اردو بورڈ، نئی دہلی

৩- دریائے لطافت، مصنفسید انشا، مرتب : بابائے اردو مولوی عبدالحق، انجمن ترقی اردو بورڈ، نئی دہلی

অবশ্য আপনি যদি এসো আরবী শিখি নিয়মিত পড়ে থাকেন, তাহলে আপনার জন্য উর্দু শেখার সহজ উপায় হল, আদীব হুজুরের কিতাব الطریق الی الاردیۃ -এর পাঠ গ্রহণ করা এবং এ কিতাবের ভূমিকায় নির্দেশিত পন্থা অবলম্বন করা

(আপনার অন্যান্য প্রশ্নের উত্তর সরাসরি সাক্ষাতে জেনে নেবেন)

Read more advices provided in this issue