Rabiul Ahkir 1447 || October 2025

ইবনে আলআমিন - ঢাকা

Question

হুজুর, আমি শরহে বেকায়া জামাতে পড়ি নূরুল আনওয়ার কিতাবটি কীভাবে পড়তে পারি এবং কীভাবে আয়ত্ত করতে পারি? আর এই কিতাবের সাথে মুতালাআ করার সবচেয়ে ভালো শরাহ কোন্টি? জানালে অত্যন্ত উপকৃত হব

Answer

প্রথমে আলমানারে পেশকৃত কায়েদা বা মাসআলাটি আত্মস্থ করার চেষ্টা করতে হবে এবং সবকে উস্তাযের তাকরীর মনোযোগ সহকারে শুনতে হবে এবং তা কিতাবের সঙ্গে মিলিয়ে বুঝতে হবে অতঃপর বহসের খোলাসা বা সারসংক্ষেপ খাতায় নোট করবেন সম্ভব হলে সেটা উস্তাযকে দেখিয়ে তাসহীহ করে নেবেন

খোদ আলমানারের মুসান্নিফও ‘কাশফুল আসরার’ নামে আলমানারের একটি শরাহ লিখেছেন কিতাব হল্ করার জন্য প্রয়োজনে সেখান থেকেও ইস্তেফাদা করতে পারেন

Read more advices provided in this issue