Rajab-1447 || January 2026

রিদওয়ান মাহমুদ - চাঁদপুর

৬৮৫০. Question

আমার ভাই সৌদি আরব থাকেন যখন বাড়িতে আসেন তখন সাথে করে ওই দেশি কিছু মুদ্রা (রিয়াল) নিয়ে আসেন, এবং সেগুলোকে বাংলাদেশি টাকায় রূপান্তর করে তা খরচ করেন

জানার বিষয় হল, ওই দেশের টাকার যে বাজারমূল্য আছে, তা থেকে কিছু কমবেশি করে লেনদেন করলে সেটি বৈধ হবে কি না? এটি সুদের অন্তর্ভুক্ত হবে কি না?

যেমন বর্তমান সৌদি আরবের ১ টাকা বাংলাদেশি ৩২ টাকা ৪৪ পয়সা ওইদিন দেখলাম, আমার ভাইয়া সৌদি আরবের ১ হাজার টাকা বাংলাদেশি টাকায় রূপান্তর করতে গেলে যিনি নিয়েছেন তিনি শুধু ৩২ টাকা করে দিয়েছেন এটি কতটুকু বৈধ হয়েছে?

আশা করছি বিষয়টি জানিয়ে আমাকে উপকৃত করবেন জাযাকুমুল্লাহ

Answer

বৈদেশিক মুদ্রা নগদে লেনদেন করলে বাজার দর থেকে কিছুটা কমবেশি মূল্যে বিনিময় করা জায়েয আছে তাই আপনার ভাইয়ের বাজার দরের চেয়ে কম দামে রিয়াল বিক্রি করার কারণে তা নাজায়েয বা সুদ হয়নি

তবে যদি একটি মুদ্রা নগদে প্রদান করে এর মূল্য (অন্য মুদ্রা) বাকি রাখা হয়, তাহলে সেক্ষেত্রে ওই দিনের বাজার দর অনুযায়ী লেনদেন করা আবশ্যক কোনোক্রমেই তা ওই দিনের বাজার দর থেকে বেশি দামে বিক্রি করা যাবে না

সুনানে আবু দাউদ, হাদীস ৩৩৪৭; কিতাবুল আছল ৩/২২; আদ্দুররুল মুখতার ৫/২৫৮-২৫৯; তাকমিলাতু ফাতহিল মুলহিম ১/৫৯০

Read more Question/Answer of this issue