মুহাম্মাদ কাউসার - ময়মনসিংহ
৬৮৪৭. Question
আমার বউয়ের সামনে একটা ক্লিনিকের ১৪ তালা– এ কথা বলতে গিয়ে আমার গলার মধ্যে আটকে গিয়ে ১৪ তালাক বলা হয়ে যায়। এর দ্বারা আমাদের বৈবাহিক সম্পর্কের কোনো সমস্যা হল কি না– এটা নিয়ে বড় চিন্তায় পড়ে গেছি। দয়া করে এর সঠিক উত্তর দিয়ে উপকৃত করবেন।
Answer
প্রশ্নের বর্ণনা অনুযায়ী বাস্তবেই যদি ভবনটির ১৪ তলার কথা বলতে গিয়ে মুখ ফসকে ‘তালাক’ শব্দ বেরিয়ে যায়, তবে এর দ্বারা আপনার স্ত্রীর ওপর কোনো তালাক পতিত হয়নি; বরং আপনাদের বৈবাহিক সম্পর্ক পূর্বের মতোই বহাল আছে। তাই এ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। আপনারা নিশ্চিন্তে সংসার চালিয়ে যেতে পারবেন।
* >فتح القدير< ৩/৩৫১ : ثم قولنا لا يتوقف على النية، معناه: إذا لم ينو شيئا أصلا يقع، لا أنه يقع وإن نوى شيئا آخر، لما ذكر أنه إذا نوى الطلاق عن وثاق، صدق ديانة لا قضاء، وكذا عن العمل في رواية، كما سيذكر، ولا بد من القصد بالخطاب بلفظ الطلاق عالما بمعناه أو بالنسبة إلى الغائبة، كما يفيده فروع، هو: أنه لو كرر مسائل الطلاق بحضرة زوجته، ويقول: أنت طالق ولا ينوي طلاقا لا تطلق.
–আযযাখীরাতুল বুরহানিয়া ৪/১৬; ফাতাওয়া বায্যাযিয়া ১/১৭৭; আলবাহরুর রায়েক ৩/২৫৮; আননাহরুল ফায়েক ২/৩২৫; রদ্দুল মুহতার ৩/২৪১