আনোয়ার হুসাইন - ধোলাইপাড়, যাত্রাবাড়ী
৬৮৪৪. Question
সম্মানিত মুফতী সাহেবদের কাছে একটি মাসআলা জানার দরকার ছিল। কোনো ছেলে বা মেয়ের নিকট যখন বিবাহের প্রস্তাব পেশ করা হয় এবং বলা হয়, ‘তুমি তাতে রাজি আছ কি না’ অথবা কোনো কাজী যখন তাকে বলে, ‘কবুল বল’, তখন সে কবুল না বলে যদি বলে ‘আলহামদু লিল্লাহ’, তাহলে কি বিবাহ শুদ্ধ হবে?
দলীলের আলোকে বললে উপকৃত হতাম।
আমাদের এলাকায় বর্তমানে এরকম একটা সংসার আছে। এমনকি সংসারে একজন মেয়েও জন্মলাভ করেছে। তাহলে এই সংসারের কী হুকুম হবে? এক্ষেত্রে নাবালেগা বা বালেগার মধ্যে কোনো পার্থক্য হবে কি না?
Answer
আমাদের দেশে ‘আলহামদু লিল্লাহ’ বলে সম্মতি প্রকাশের রেওয়াজ রয়েছে। তাই প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনাদের এলাকার ওই দম্পতির বিবাহ সহীহ হয়েছে। অতএব শরীয়তের দৃষ্টিতে তাদের ঘর-সংসার চালিয়ে যেতে কোনো সমস্যা নেই। যদিও এক্ষেত্রে উত্তম পদ্ধতি হল, বিবাহের প্রস্তাবের পর স্পষ্ট ভাষায় ‘আমি কবুল করলাম’ বলে নেওয়া। সাথে ‘আলহামদু লিল্লাহ’-ও বলতে পারবে।
* >خلاصة الفتاوى< ২/৩: ولو لم يقل الرجل ذلك، لكنه قال لها: شاباش، إن لم يقل بطريق الطنز يصح النكاح.
–ফাতাওয়া বায্যাযিয়া ৪/১০৯; ফাতাওয়া হিন্দিয়া ১/২৭২; রদ্দুল মুহতার ৩/১০, ১৮