Rajab-1447 || January 2026

মুসআব উমাইর - ঘোড়াশাল, নরসিংদী

৬৮৪১. Question

আলেমদের কাছে শুনেছি, মুকীম ব্যক্তি এক দিন এক রাত আর মুসাফির ব্যক্তি তিন দিন তিন রাত মোজার ওপর মাসেহ করতে পারে

আমার জানার বিষয় হল, মাসেহের মেয়াদ কি মোজা পরিধান করার পর থেকেই শুরু হবে? না হলে কখন থেকে?

 

Answer

না, মোজার ওপর মাসেহের মেয়াদ মোজা পরিধানের পর থেকে শুরু হবে না; বরং পবিত্র অবস্থায় মোজা পরার পর যখন প্রথম ওযু ভাঙবে তখন থেকে মাসেহের মেয়াদ শুরু হবে সুতরাং তখন থেকে মুকীম ব্যক্তি এক দিন এক রাত (২৪ ঘণ্টা) আর মুসাফির তিন দিন তিন রাত মাসেহ করতে পারবে

* كتاب >الأصل< للشيباني /৭০ : قلت: أرأيت رجلا توضأ، ولبس خفيه وصلى الغداة، ثم أحدث، فمكث محدثا حتى زالت الشمس، فتوضأ ومسح على خفيه، حتى متى يجزيه ذلك المسح؟ قال: إلى الساعة التي أحدث فيها من الغد. قلت: ولا يجزيه ذلك إلى الساعة التي مسح عليها؟ قال: لا.

আলমাবসূত, সারাখসী ১/৯৯; তুহফাতুল ফুকাহা ১/৮৪; আলমুজতাবা, যাহেদী ১/১০৬; যাদুল ফুকাহা ১/৭৮; হালবাতুল মুজাল্লী ১/৩২১; আননাহরুল ফায়েক ১/১১৮

Read more Question/Answer of this issue