Jumadal Akhirah 1447 || December 2025

বুরহানুদ্দীন - কুমিল্লা

৬৮৩৫. Question

এবার আলহামদু লিল্লাহ আব্বু-আম্মুর সাথে হজ্বে যাওয়ার সৌভাগ্য হয় আমার আম্মু একদিন ইহরাম অবস্থায় মাথা থেকে একটা উকুন মেরে ফেলেন মেরে ফেলার পর খেয়াল হয় যে, ইহরাম অবস্থায় মাথার উকুন মারা নিষেধ

প্রশ্ন হল, উক্ত ভুলের কারণে কি তার ওপর কোনো জরিমানা আসবে?

Answer

হাঁ, উক্ত ভুলের কারণে তার ওপর সামান্য কিছু খাদ্যদ্রব্য যেমন এক টুকরো রুটি বা তার মূল্য (পাঁচ/দশ টাকা পরিমাণ) সদকা করা আবশ্যক হয়েছে

হুর ইবনে সাইয়াহ রাহ. বলেন

سَمِعْتُ ابْنَ عُمَرَ، وَسُئِلَ عَنِ الْمُحْرِمِ يَقْتُلُ الْقَمْلَةَ، قَالَ : يَتَصَدَّقُ بِكِسْرَةٍ، أَوْ بِقَبْضَةٍ مِنْ طَعَامٍ.

একবার আবদুল্লাহ ইবনে উমর রা.-কে জিজ্ঞেস করা হল, কেউ যদি ইহরাম অবস্থায় মাথার উকুন মেরে ফেলে, তাহলে তার বিধান কী?

জবাবে তিনি বলেন, সে এক টুকরো রুটি বা এক মুষ্টি খাবার সদকা করে দেবে (মুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা ১৫৮৭৮)

* >الجامع الصغير< ص ১৫৩ : محرم قتل برغوثا أو نملة أو بقا، فلا شيء عليه، وإن قملة، أطعم شيئا.

উয়ূনুল মাসায়েল, পৃ. ৪৪; ফাতাওয়া খানিয়া ১/২৯০; আলবাহরুর রায়েক ৩/৩৪; রদ্দুল মুহতার ২/৫৬৯

Read more Question/Answer of this issue