Jumadal Akhirah 1447 || December 2025

মো. রবিউল ইসলাম - চৌদ্দগ্রাম, কুমিল্লা

৬৮৩২. Question

আমি ২০১৭ সালে হিফয বিভাগে ভর্তি হই তিন বছরে হিফয শেষ করে এখন আমি কিতাব বিভাগে পড়ি আজ সাত বছর যাবৎ আমি কুরআন শরীফ পড়ছি কখনো সিজদার আয়াত পড়ার পর সিজদা করিনি এখন জানতে পারি যে, সিজদার আয়াত পড়ার পর সিজদা করা ওয়াজিব

আমার জানার বিষয় হল, আমি কীভাবে সিজদাগুলো আদায় করব? জানালে খুব উপকৃত হব

Answer

আপনি বালেগ হওয়ার পর থেকে কতবার কুরআন কারীম খতম করে থাকতে পারেন এবং খতম ছাড়াও আলাদাভাবে কী পরিমাণ সিজদার আয়াত তিলাওয়াত করে থাকতে পারেন এর সম্ভাব্য একটি হিসাব প্রবল ধারণা অনুযায়ী বের করবেন সতর্কতামূলক কিছু বেশিও ধরে নিতে পারেন অতঃপর সে অনুযায়ী সিজদাগুলো আদায় করতে থাকবেন

প্রকাশ থাকে যে, সিজদাগুলো আদায়ের ক্ষেত্রে কোন্ আয়াতের সিজদা আদায় করছেন, তার নিয়ত করা জরুরি নয়; বরং শুধু তিলাওয়াতের সিজদার নিয়ত করাই যথেষ্ট

আর প্রতি সিজদার পর উঠে দাঁড়ানো মুস্তাহাব; জরুরি নয় তাই বসেই একসাথে একাধিক সিজদা করলেও সিজদা আদায় হয়ে যাবে

উল্লেখ্য, কুরআন কারীমে সিজদার আয়াত সর্বমোট ১৪টি তাই প্রতি খতমের জন্য আলাদাভাবে ১৪টি সিজদা আদায় করা জরুরি

শরহু মুখতাসারিল কারখী, কুদূরী ২/৫৫; আলমাবসূত, সারাখসী ২/৬, ২/১০; আলবাহরুর রায়েক ২/১১৮, ১১৯; রদ্দুল মুহতার ২/১০৬, ১০৭, ৩৮৮

Read more Question/Answer of this issue