Jumadal Ula 1447 || November 2025

সফিউল্লাহ - কিশোরগঞ্জ

৬৮২৬. Question

কিছুদিন আগে আমাদের এক প্রতিবেশী সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন ইন্তেকালের সময় তিনি বাবা, মা, স্ত্রী, এক ছেলে এক ভাই রেখে যান তার ছেলের বয়স এক বছর সাত মাস

এমতাবস্থায় হুজুরের নিকট আমাদের জানার বিষয় হল,

. শরীয়তের দৃষ্টিতে উক্ত নাবালেগ সন্তানের সম্পদের অভিভাবক কে হবে?

. উক্ত সন্তানের লালনপালনের কে বেশি হকদার হবে?

Answer

. প্রশ্নোক্ত ক্ষেত্রে মৃত ব্যক্তি যদি শিশু-সন্তানের সহায়-সম্পদের রক্ষণাবেক্ষণ হেফাজতের দায়-দায়িত্ব গ্রহণের জন্য বিশেষ কাউকে (ওসী) অভিভাবক হিসেবে নিযুক্ত না করে গিয়ে থাকেন, তাহলে এক্ষেত্রে যেহেতু শিশুটির দাদা জীবিত আছেন, তাই তিনি তার সম্পদের অভিভাবক (দায়িত্বশীল) হবেন অভিভাবক ওসী হোক বা দাদা তাদের দায়িত্ব হল, তার সম্পদের হেফাজত করা; অপব্যয়-অপচয় রোধ করা শিশুর উপকারে আসে না এমন কোনো কাজে ব্যবহার হতে না দেওয়া

আলমুহীতুল বুরহানী ১৯/৪৩৬; জামিউ আহকামিস সিগার /২৯০; জামিউল ফুসূলাইন /১৫; জামিউর রুমূয /৬৭৩; রদ্দুল মুহতার /১৭৪

. প্রশ্নোক্ত ক্ষেত্রে শিশুটির লালন-পালনের হকদার তার মা অবশ্য মায়ের যদি শিশুটির মাহরাম নয় এমন কারো সাথে বিবাহ হয়, তাহলে তখন লালনপালনের অধিকার মায়ের থাকবে না তখন অধিকার লাভ করবে শিশুটির নানি অতঃপর তার দাদি তাদের পর তার খালা, অতঃপর তার ফুফু

* >الجامع الصغير< ص ২৩৭ : والأم أحق بالولد، ثم الجدة التي من قبل الأم، ثم الجدة من قبل الأب، ثم الخالة، ثم العمة.

বাদায়েউস সানায়ে /৪৫৬-৪৬০; খুলাসাতুল ফাতাওয়া /৭২; আদ্দুররুল মুখতার /৫৬৬

Read more Question/Answer of this issue