Jumadal Ula 1447 || November 2025

জাবের হুসাইন - বরিশাল

৬৮২২. Question

আমাদের মাদরাসার টিওবওয়েল, ওযুখানা, গোসলখানার পানি এলাকার মানুষ মুসল্লীরা পান করার জন্য অনেক সময় বোতল ভরে নিয়ে যায় পানি নিতে আসলে মাদরাসার কর্তৃপক্ষ কাউকে বাধা দেয় না

হুজুরের কাছে জানতে চাই, এলাকার মানুষ বা সাধারণ মুসল্লীদের এভাবে মাদরাসা থেকে কি পানি নিয়ে যাওয়ার সুযোগ আছে?

Answer

মাদরাসার ব্যবস্থাপনাগত কোনো সমস্যা না হলে মাদরাসার টিওবওয়েল থেকে এলাকার লোকদের পানি নেওয়া জায়েয হবে কেননা টিওবওয়েল কোনো ওয়াকফিয়া প্রতিষ্ঠানের হলেও এর থেকে অন্যদের পানি নেওয়ার বিষয়টির এদেশে ব্যাপক প্রচলন রয়েছে সাধারণত দাতাগণেরও বিষয়টি জানা থাকে

তবে মসজিদ-মাদরাসার ওযুখানা, গোসলখানা থেকে বাইরের লোকজন পানি নিতে পারবে কি না তা নির্ভর করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যবস্থাপকদের নীতির ওপর যদি তারা বিষয়টি ছাড়ের চোখে দেখেন এবং এর দ্বারা প্রতিষ্ঠানের তেমন কোনো ক্ষতি না হয় এবং এলাকাবাসীরও পানির প্রয়োজন হয়, তাহলে শরীয়তের দৃষ্টিতে এতে কোনো সমস্যা নেই অবশ্য কোনো প্রতিষ্ঠান-কর্তৃপক্ষ এভাবে পানি নিতে অনুমতি না দিলে সেক্ষেত্রে তা থেকে বিরত থাকতে হবে

ফাতাওয়া খানিয়া /৩১১; গায়াতুল বায়ান /৩২৯; ফাতহুল কাদীর /৪৪৯; আলফাতাওয়াল কুবরা আলফিকহিয়্যাহ, ইবনে হাজার হাইতামী /২৬৬; আদ্দুররুল মুখতার /৪২৭

Read more Question/Answer of this issue