Jumadal Ula 1447 || November 2025

যায়েদ - কচুয়া, চাঁদপুর

৬৮১৫. Question

গত ঈদুল ফিতরের ছুটিতে গ্রামের মসজিদে ফজরের নামায পড়াচ্ছিলাম হঠাৎ কেরাতে আটকে যাই তখন পেছন থেকে একটি ছেলে লোকমা দেয় তার লোকমা আমি গ্রহণ করি নামায শেষে ছেলেটিকে দেখে চিনতে পারি ছেলেটি হেফজখানায় পড়ে; নাবালেগ

মুহতারামের কাছে জানার বিষয় হল, নাবালেগ ছেলের লোকমা গ্রহণ করার কারণে আমাদের নামাযে কি কোনো সমস্যা হয়েছে?

Answer

না, প্রশ্নোক্ত কারণে আপনাদের নামাযে কোনো সমস্যা হয়নি তা আদায় হয়ে গেছে নামাযে নাবালেগের লোকমা গ্রহণ করতে কোনো অসুবিধা নেই

* >الغاية شرح الهداية< /৮৭ : وفتح المراهق كالبالغ، وعن عبد الله: وفتح الصغار.

ফাতাওয়া তাতারখানিয়া /২২৬; আলবাহরুর রায়েক /; হাশিয়াতুশ শিলবী আলাততাবয়ীন /৩৯৩; হাশিয়াতুত তাহতাবী আলাল মারাকী, পৃ. ১৮৩

Read more Question/Answer of this issue