Jumadal Ula 1447 || November 2025

মানযূর - কচুয়া, চাঁদপুর

৬৮১৩. Question

আমি ডেকোরেশনের দোকানে কাজ করি গত ঈদুল ফিতরে ঈদগাহে প্যান্ডেল করার কাজ আমাদের ওপর আসে ঈদের আগের দিন কাজে যাওয়ার সময় আমার ওপর গোসল ফরয ছিল নিয়ত ছিল কাজ শেষ করে গোসল করে নেব পরে প্রশ্ন জাগে, মসজিদে তো অবস্থায় প্রবেশ করা যায় না ঈদগাহে কি কাজের জন্য অবস্থায় প্রবেশ করা যাবে?

হুজুরের কাছে মাসআলাটি জানতে চাই

 

Answer

গোসল ফরয অবস্থায় ঈদগাহে প্রবেশ করা জায়েয আছে তাতে অসুবিধা নেই এক্ষেত্রে ঈদগাহের হুকুম মসজিদের মতো নয়

* >الفتاوى السراجية< ص : ولا بأس لهما بزيارة القبور والدخول في مصلى العيد.

ফাতাওয়া তাতারখানিয়া /৪৮১; উমদাতুল কারী /৩০৫; আননাহরুল ফায়েক /১৩১; হাশিয়াতুত তাহতাবী আলাদ্দুর /১৪৯

Read more Question/Answer of this issue