Jumadal Ula 1447 || November 2025

তাওসীফ মাহমুদ - সাভার, ঢাকা

৬৮১১. Question

আমি বাসায় কবুতর পালি মাঝে মাঝে নামায আদায়ের পর জামায় কবুতরের বিষ্ঠা দেখতে পাই

জানার বিষয় হল, জামায় কবুতরের বিষ্ঠা থাকলে কি নামায সহীহ হবে?

Answer

জামায় কবুতরের বিষ্ঠা থাকলেও তা নিয়ে নামায সহীহ হয়ে যাবে কেননা কবুতর অন্যান্য হালাল পাখির বিষ্ঠা নাপাক নয় এসব পাখির বিষ্ঠা কাপড়ে লাগলে তা নাপাক হয় না তবে এসব বিষ্ঠা নাপাক না হলেও যেহেতু তা ময়লা আবর্জনা, আর নামায পরিপূর্ণ পরিষ্কার কাপড়ে আদায় করা কাম্য, তাই যথাসম্ভব তা দূর করেই নামায পড়া উচিত

* >المبسوط< للسرخسي /৫৬ : قال: ولا يفسد خرء الحمام والعصفور الماء؛ فإنه طاهر عندنا.

কিতাবুল আছল /৪৭; আহকামুল কুরআন, জাস্সাস /৩২; খিযানাতুল আকমাল /৩০; ফাতাওয়া ওয়ালওয়ালিজিয়া /৪২; আলমুহীতুর রাযাবী /১৩৭; মাজমাউল আনহুর /৫৩

Read more Question/Answer of this issue