Rabiul Ahkir 1447 || October 2025

আবদুর রউফ - লালমনিরহাট

৬৮০৬. Question

 

আমাদের মহল্লার মসজিদটি বেশ ছোট জুমার দিন তাতে মুসল্লীদের স্থান সংকুলান হয় না তাই মসজিদ কমিটি মসজিদটি সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে এবং এর জন্য মসজিদ সংলগ্ন পশ্চিম পার্শ্বস্থ জমিটি কেনার জন্য প্রাথমিক কথাবার্তাও হয়েছে তবে সমস্যা হল, ওই জমিতে প্রায় বিশ বছর আগের একটি কবর আছে নিয়মিত পরিচর্যার কারণে কবরের স্থানটি এখনো অক্ষত আছে

এখন মসজিদ কমিটির জানার বিষয় হল, মসজিদ নির্মাণের জন্য ওই জমিটি ক্রয় করা হলে কবরটি ভেঙে সেখানে কি মসজিদ নির্মাণ করা যাবে? বিষয়টি দ্রুত জানালে ভালো হয়

Answer

হাঁ, মসজিদের জন্য জমিটি ক্রয় করার পর পুরোনো ওই কবরটি ভেঙে দিয়ে তার ওপর মসজিদ নির্মাণ করা জায়েয হবে এ ধরনের মালিকানাধীন পুরোনো কবর সমান করে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দিয়ে সেখানে মসজিদ নির্মাণ করতে অসুবিধা নেই

* >تبيين الحقائق< /৫৮৯ : ولو بلي الميت وصار ترابا جاز دفن غيره في قبره وزرعه والبناء عليه.

আলবাহরুর রায়েক ২/১৯৫; গুনইয়াতু যাবিল আহকাম ১/১৬৭; হাশিয়াতুত তাহতাবী আলাল মারাকী, পৃ. ৩৩৬; রদ্দুল মুহতার ২/২৩৩

Read more Question/Answer of this issue