Rabiul Ahkir 1447 || October 2025

শরীফ আলী - উল্লাপাড়া, সিরাজগঞ্জ

৬৮০২. Question

আমার মাইগ্রেনের অসুবিধা আছে ফলে বিভিন্ন কারণে মাথাব্যথা হয় এ বছর হজে¦ আরাফার ময়দানে রোদে দাঁড়ানোর কারণে তীব্র মাথাব্যথা শুরু হয় তারপর আস্তে আস্তে তা বাড়তে থাকে ব্যথার যন্ত্রণা থেকে বাঁচতে তখন আমি একটি রুমাল পেঁচিয়ে পাগড়ি বানিয়ে মাথায় বাঁধি দুপুর (আনুমানিক পৌনে দুইটা) থেকে সন্ধ্যা পর্যন্ত এভাবে মাথায় পাগড়ি পরে থাকি সন্ধ্যার পর পাগড়ি খুলে ফেলি

প্রশ্ন হল, এ কারণে কি আমার ওপর কোনো জরিমানা আসবে?

Answer

প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার ওপর একটি সদকাতুল ফিতর পরিমাণ সদকা করা ওয়াজিব হয়েছে কেননা ইহরাম অবস্থায় মাথার এক চতুর্থাংশ বা তার বেশি এক ঘণ্টা বা এর বেশি, তবে বারো ঘণ্টার কম সময় ঢেকে রাখলে (যদিও তা ওযরবশত হয়) একটি সদকাতুল ফিতর পরিমাণ সদকা করা ওয়াজিব হয় আর এই সদকা হেরেম এলাকার গরিবদেরকে দেওয়া উত্তম অবশ্য নিজ দেশে বা অন্য এলাকার দরিদ্রদেরকে দিলেও আদায় হয়ে যাবে

* >المبسوط< للسرخسي /১২৮وإن غطى المحرم ربع رأسه أو وجهه يوما فعليه دم، وإن كان دون ذلك فعليه صدقة.

আলমুহীতুর রাযাবী ২/২৩৭; ফাতাওয়া সিরাজিয়া, পৃ. ৩৫; খুলাসাতুল ফাতাওয়া ১/২৮০; আলহাবিল কুদসী ১/৩৪৭; মানাসিক, মোল্লা আলী কারী, পৃ. ৩০০; রদ্দুল মুহতার ২/৫৪৭

Read more Question/Answer of this issue