Rabiul Ahkir 1447 || October 2025

যাহিদ - চট্টগ্রাম

৬৮০১. Question

বন্যার সময় আমার এক বন্ধুর বাড়িঘর অনেক ক্ষতিগ্রস্ত হয় বন্যা শেষ হওয়ার পর সে বাড়ির কাজ শুরু করে কিন্তু আর্থিক সংকটে পড়ে যায় তাই আমি তাকে করযে হাসানা হিসেবে পাঁচ লক্ষ টাকা দিই এবং সেটা পরিশোধের জন্য তিন বছরের সময় দিই তিন বছর পর পুরো টাকা একত্রে পরিশোধ করার কথা

জানার বিষয় হল, এই তিন বছর এ টাকার যাকাত কে আদায় করবে? যদি আমাকেই আদায় করতে হয়, তাহলে কি প্রত্যেক বছর যাকাত আদায়ের জন্য ওই পরিমাণ টাকা তার থেকে নিতে পারব? সেটা আমার পাওনা টাকা থেকেই বাদ যাবে কিন্তু ঋণের মেয়াদ শেষ হওয়ার আগে কি তার কাছ থেকে আমি তা চাইতে পারব?

Answer

ঐ টাকার যাকাত আপনাকেই আদায় করতে হবে কেননা ঐ টাকার মালিক আপনি তবে এ টাকা হাতে পাওয়ার আগে তার যাকাত আদায় করা জরুরি নয়; বরং তিন বছর পর বা আগে-পরে যখন আপনি টাকাগুলো হাতে পাবেন, তখন একত্রে পেছনের অনাদায়ি সব বছরের যাকাত আদায় করলেও হবে

আর ঋণগ্রহীতা থেকে মেয়াদ শেষ হওয়ার আগেই প্রতি বছর যাকাত আদায়ের জন্য ঋণের টাকা থেকে চাওয়া এবং তা নেওয়া নাজায়েয হবে না তবে তার সামর্থ্য না থাকলে দিতে বাধ্য করা বা চাপ দেওয়া ঠিক হবে না

আলমাবসূত, সারাখসী ২/১৯৪; বাদায়েউস সানায়ে ২/৮৮; খুলাসাতুল ফাতাওয়া ১/২৩৮; আদ্দুররুল মুখতার ২/৩০৫

Read more Question/Answer of this issue