Rabiul Ahkir 1447 || October 2025

আহমাদ লাবীব - দেওনা, গাজীপুর

৬৭৯৮. Question

গত জুমায় খুতবা চলাকালে মসজিদের বাইরের মাইকে সমস্যা দেখা দেয় আমি বাইরে জায়গা পেয়েছিলাম বিধায় খুতবা শুনতে পাচ্ছিলাম না তাই তখন বসে বসে সূরা কাহাফ তিলাওয়াত করি

হুজুরের কাছে জানার বিষয় হল, আমার তখন কুরআন তিলাওয়াত করা ঠিক হয়েছে, নাকি খুতবা শোনা না গেলেও তখন চুপ থাকাই উচিত ছিল?

Answer

খুতবা চলাকালীন তা শোনা না গেলেও মুসল্লীদের দায়িত্ব, অন্যান্য কাজকর্ম ও কথাবার্তা বন্ধ করে চুপ থাকা তাই আপনারও তখন চুপ থাকা দরকার ছিল সে সময় কুরআন তিলাওয়াত করা ঠিক হয়নি সামনে থেকে বিষয়টি খেয়াল রাখবেন

* >المبسوط< للسرخسي /২৮فإن كان بحيث لا يسمع الخطبة فظاهر الجواب أنه يسكت؛ لأن المأمور به شيئان: الاستماع والإنصات، فمن قرب من الإمام، فقد قدر عليهما، ومن بعد عنه فقد قدر على أحدهما، وهو الإنصات، فيأتي بما قدر عليه.

আলফাতাওয়া মিন আকাবীলিল মাশায়েখ, পৃ. ৫৭; ফাতাওয়া ওয়ালওয়ালিজিয়া ১/১৪২; আলমুহীতুর রাযাবী ২/৪০৪; আলহাবিল কুদসী ১/২৩৯; ফাতাওয়া হিন্দিয়া ১/১৪৭

Read more Question/Answer of this issue