Rabiul Ahkir 1447 || October 2025

আনাস - লালবাগ, ঢাকা

৬৭৯৫. Question

ট্যাপে ওযু করার সময় হাত ধোয়ার ক্ষেত্রে অনেককে কনুইয়ের দিক থেকে পানি প্রবাহিত করতে দেখি হুজুরের কাছে জানতে চাচ্ছি, এক্ষেত্রে নিয়ম কী? হাতের আঙুলের দিক থেকে পানি প্রবাহিত করা হবে, নাকি কনুইয়ের দিক থেকে? সমাধান জানালে উপকৃত হব

Answer

ওযুতে আঙুলের দিক থেকে হাত ধোয়া শুরু করা সুন্নত কনুইয়ের দিক থেকে হাত ধোয়া শুরু করা সুন্নত নিয়মের খেলাফ সুতরাং ট্যাপে ওযু করা হোক বা পাত্র থেকে পানি নিয়ে, সর্বাবস্থায় আঙুলের দিক থেকেই হাত ধোয়া শুরু করবে

* >بدائع الصنائع< /১১৪ : ومنها (أي سنن الوضوء) : البداءة فيه من رءوس الأصابع؛ لأن رسول الله صلى الله عليه وسلم كان يفعل ذلك.

আলমুহীতুর রাযাবী ১/৭৭; খুলাসাতুল ফাতাওয়া ১/২৩; আযযিয়াউল মা‘নাবী ১/৪০১; ফাতহুল কাদীর ১/৩১; ফাতাওয়া হিন্দিয়া ১/৮

Read more Question/Answer of this issue