Rabiul Ahkir 1447 || October 2025

মাসউদ - বিয়ানী বাজার, সিলেট

৬৭৯৪. Question

বাস যোগে দূরের সফর করার কারণে যাত্রাপথে একবার আমার বমি হয় এতে জামার বিভিন্ন অংশে বমি লেগে যায় তাৎক্ষণিক টিস্যু দিয়ে বমি মুছে ফেলাতে জামায় বমির তেমন দাগ থাকেনি তাই এই জামা পরে আমি মাগরিবের নামায পড়ি

জানতে চাচ্ছি, আমার এই নামায কি সহীহ হয়েছে?

উল্লেখ্য, আমার সঙ্গে তখন অন্য জামাও ছিল এবং জামা পরিবর্তন করে নামায পড়ার সুযোগও ছিল

Answer

প্রশ্নোক্ত ক্ষেত্রে বমি যদি মুখ ভরে হয়ে থাকে এবং জামায় যতটুকু বমি লেগেছে সবটুকু মিলে তা পরিমাণে এক দিরহামের (অর্থাৎ হাতের তালুর গভীরতা সমপরিমাণের) চেয়ে বেশি হয়, তাহলে ওই জামা পরে আপনি যেই নামায পড়েছেন তা সহীহ হয়নি তাই সেক্ষেত্রে ওই নামায পুনরায় পড়ে নেওয়া জরুরি কিন্তু পরিমাণে এক দিরহাম বা তার কম হলে ওই নামায আদায় হয়ে গেছে আর যদি বমি মুখ ভরে না হয়, তাহলে সেটি নাপাক নয় এবং নামাযও আদায় হয়ে গেছে

উল্লেখ্য, ভালো জামা সাথে থাকলে এ ধরনের কাপড়ে নামায আদায় না করে সবক্ষেত্রেই তা পরিবর্তন করে নেওয়া ভালো

* كتاب >الأصل< للشيباني /৪৬ : قلت: فإن صلى به، ولم يغسله؟ قال: إن كان أكثر من قدر الدرهم غسله، وأعاد الصلاة، وإن كان أقل من قدر الدرهم، لم يعد الصلاة، ولكن أفضل ذلك أن يغسله.

قلت: وكذلك لو أصاب يده القيء؟ قال: نعم.

বাদায়েউস সানায়ে ১/১৯৩, ২৩২; আলমুহীতুল বুরহানী ১/৩৭৪; আলজাওহারাতুন নাইয়িরা ১/৪৯; আলবাহরুর রায়েক ১/২২৮; আদ্দুররুল মুখতার ১/৩১৬

Read more Question/Answer of this issue