Rabiul Awal 1447 || September 2025

আবু সুফিয়ান - নোয়াখালী

৬৭৮৭. Question

আমার দূর সম্পর্কের একজন চাচি আছেন যিনি ছোটবেলায় আমাকে দুধ পান করিয়েছিলেন বর্তমানে তিনি বিধবা আর্থিকভাবেও খুবই কষ্টে আছেন তাই আমি তাকে যাকাতের টাকা দিয়ে সহায়তা করতে চাচ্ছি

হুজুরের কাছে জানতে চাই, দুধ-মাকে কি যাকাতের টাকা দেওয়া যায়? তাকে কি আমি আমার যাকাতের টাকা দিতে পারব?

Answer

দুধ-মাকে যাকাত দেওয়া জায়েয আছে তাই আপনার ঐ দুধ-মা যাকাত গ্রহণের উপযুক্ত হলে আপনি তাকে নিজের যাকাতের টাকা দিতে পারবেন

* >المبسوط< للسرخسي ১৬/১২৫: لأن الرضاع تأثيره في الحرمة خاصة، وفيما وراء ذلك كل واحد منهما من صاحبه كالأجنبي.

কিতাবুল আছল ২/১২৪; আলমাবসূত, সারাখসী ৩/১১; আলহাবিল কুদসী ১/২৯৮; আলমুহীতুল বুরহানী ৩/২১২; মিরাজুদ দিরায়া ২/৭৬২; ফাতহুল কাদীর ২/২০৯; রদ্দুল মুহতার ২/৩৪৬

Read more Question/Answer of this issue