Rabiul Awal 1447 || September 2025

আবদুর রহীম - কক্সবাজার

৬৭৮৬. Question

আমি এক মাদরাসার পরিচালক প্রতি রমযানে মাদরাসার গোরাবা ফান্ডে যাকাত গ্রহণের উপযুক্ত তালেবে ইলমদের জন্য অনেক টাকা জমা হয় সেগুলো দিয়ে কেবল তাদেরই থাকা-খাওয়া ও চিকিৎসার ব্যবস্থা করা হয় আমার দূর সম্পর্কের আত্মীয় এক তালেবে ইলম, যে আরেক মাদরাসায় পড়ে, আর্থিক অসচ্ছলতার কারণে সে কিতাব কিনতে পারছিল না জানতে পেরে আমার মাদরাসার গোরাবা ফান্ড থেকে তাকে কিছু টাকা দিই

জানার বিষয় হল, আমার কাজটি কি নিয়মসম্মত হয়েছে? না হয়ে থাকলে এখন কী করণীয়?

Answer

আপনার কাজটি বৈধ হয়নি কেননা এ টাকার হকদার কেবল এই মাদরাসার যাকাত-সদকা গ্রহণের উপযুক্ত তালেবে ইলমরা এ মাদরাসার বাইরের অন্য কাউকে তা থেকে দেওয়ার সুযোগ নেই; যদিও সে যাকাত গ্রহণের উপযুক্ত হয় এখন আপনার কর্তব্য হল, ঐ পরিমাণ অর্থ এই মাদরাসার গোরাবা ফান্ডে জমা করে দেওয়া

* >المحيط البرهاني< ১৫/৪২ : لو قال: تصدق بها على فقراء مكة، فتصدق بها على فقراء الكوفة، ضمن؛ لأنه سمى له قوما ووصفهم، فصار بالدفع إلى غيرهم مخالفا.

শরহু মুখতাসারিল কারখী, কুদূরী ২/১৮৯; আলমুজতাবা, যাহেদী ২/১৪৮; ফাতাওয়া তাতারখানিয়া ৩/২২৮; রদ্দুল মুহতার ২/২৬৯; ইমদাদুল আহকাম ২/৯০

Read more Question/Answer of this issue