Safar 1447 || August 2025

মুহা. শাফায়াতুল্লাহ - ভৈরব, কিশোরগঞ্জ

৬৭৮১. Question

আমার ছোট ছেলের পেশাব ঝরার কারণে ডাক্তারের পরামর্শে দেড় বছর বয়সেই তাকে খতনা করানো হয় কিন্তু খতনা করানোর পর থেকেই লক্ষ করছি যে, খতনা করানোর সময় সাধারণত যতটুকু চামড়া কেটে ফেলা হয় ততটুকু কাটা হয়নি ফলে কিছু চামড়া থেকে যায় এখন তার বয়স সাত বছর

জানতে চাই, এ চামড়া থেকে যাওয়ার কারণে কি তাকে আবার খতনা করানো লাগবে, নাকি আগের খতনাই যথেষ্ট হবে?

 

Answer

খতনার জন্য যতটুকু চামড়া কাটতে হয় যদি এর অধিকাংশই কাটা হয়ে থাকে, তাহলে তার খতনা সম্পন্ন হয়ে গেছে; নতুন করে আবার খতনা করানোর প্রয়োজন নেই তবে যদি চামড়া অর্ধেক বা অর্ধেকের কম কাটা হয়ে থাকে, তাহলে তার খতনা সম্পন্ন হয়নি সেক্ষেত্রে তাকে পুনরায় খতনা করাতে হবে

* >عيون المسائل< ص ২১৯ : ولو أن غلاما ختن، فلم يقطع الجلدة كلها، فإن قطع أكثر من النصف فهو ختان، وهو جائز، وإن كان أقل من ذلك لا.

আলমুহীতুল বুরহানী ৮/৮৫; ফাতাওয়া সিরাজিয়া, পৃ. ৭৫; মাজমাউল আনহুর ৪/৪৯০; ফাতাওয়া হিন্দিয়া ৫/৩৫৭; আদ্দুররুল মুখতার ৬/৭৫১

Read more Question/Answer of this issue