Safar 1447 || August 2025

হাসানুজ্জামান - যশোর

৬৭৮০. Question

আমি দোকান থেকে একটি মেলামাইন বোর্ডের ওয়্যারড্রব কিনেছি বাসায় আনার পর দেখলাম একটা ড্রয়ারের ভেতরের কিছু অংশ ভাঙা সাথে সাথে দোকানদারকে ফোন করলে সে বলল, আপনি চাইলে ওয়্যারড্রব ফেরত দিয়ে যেতে পারেন কিন্তু সমস্যা হল, এই ওয়্যারড্রব তার দোকানে নিতে হলে পাঁচ শ টাকা ভ্যান ভাড়া খরচ হবে

প্রশ্ন হল, সে-ই তো আমাকে ত্রুটিযুক্ত পণ্য দিয়েছে এখন এই ভ্যান ভাড়া কি আমাকেই দিতে হবে, না তার থেকে নিতে পারব?

Answer

প্রশ্নোক্ত ক্ষেত্রে ওয়্যারড্রবটি বিক্রেতাকে ফেরত দিতে চাইলে তা দোকানে পৌঁছে দেওয়ার ভাড়া আপনাকেই বহন করতে হবে বিক্রেতা এই খরচ বহন করতে বাধ্য নয় হাঁ, বিক্রেতা যদি স্বেচ্ছায় উক্ত খরচ বহনে আগ্রহী হয়, তাহলে এতে কোনো সমস্যা নেই

* >جامع الفصولين< /৩৩৬ : مؤنة رد المبيع بعيب أو خيار شرط أو رؤية على المشتري.

আলমুহীতুল বুরহানী ১০/৯৮; ফাতাওয়া বায্যাযিয়া ৪/৪৪৭; ফাতাওয়া হিন্দিয়া ৩/৬১; রদ্দুল মুহতার ৫/১৬

Read more Question/Answer of this issue