Safar 1447 || August 2025

আতাউল্লাহ - রংপুর

৬৭৭৯. Question

যায়েদ শরীফ থেকে তিন বছরের জন্য একটি জমি পঞ্চাশ হাজার টাকার বিনিময়ে ভাড়া নিয়েছে ইতিমধ্যে দুই বছর অতিবাহিত হয়ে গেছে সে এ সময়ে সেখানে বিভিন্ন ধরনের ফসলের চাষাবাদ করেছিল এ বছর সে চাচ্ছে এ জমিটি কারো কাছে বর্গা দিতে শরীফের সাথে বিষয়টি নিয়ে কথা বললে সে নিজেই (জমির মালিক) তা বর্গা নেওয়ার আগ্রহ প্রকাশ করে

হুজুরের কাছে জানতে চাই, শরীফ তো ঐ জমির মূল মালিক, যায়েদের জন্য ঐ জমিটি শরীফের কাছে বর্গা রাখা জায়েয হবে? দয়া করে জানাবেন

Answer

না, ভাড়া নেওয়া জমি স্বয়ং জমি-মালিকের কাছেই বর্গা দেওয়া জায়েয নয় জমিটি বর্গা দিতে চাইলে অন্য কারো কাছে দিতে হবে

 

* >المحيط البرهاني< ১৯/৬১لا يجوز دفع الأرض إلى الآجر مزارعة، سواء كان البذر من قبل الآجر أو كان من قبل المستأجر.

ফাতাওয়া বায্যাযিয়া ৬/১০০; ফাতাওয়া হিন্দিয়া ৫/২৭৪

Read more Question/Answer of this issue