আবু তালহা - ফতুল্লা, নারায়ণগঞ্জ
৬৭৭৮. Question
আমার লেপ-তোশকের একটি দোকান আছে। বিক্রয়ের পাশাপাশি কেউ অর্ডার করলে তার জন্যও আমি লেপ-তোশক তৈরি করি। তবে অর্ডারদাতা ক্রেতাকে পণ্য বুঝিয়ে দেওয়ার নির্ধারিত তারিখের আগে তার জন্য প্রস্তুতকৃত ঐ পণ্য অন্য কোনো ক্রেতা পছন্দ করে কিনে নিতে চাইলে আমি সেটি তার কাছে বিক্রি করে দিই। এবং সময়ের আগেই অর্ডারদাতার জন্য আরেকটি পণ্য তৈরি করে ফেলি। আবার যেহেতু বিক্রি করার জন্য আমার কাছে আগ থেকেই কিছু পণ্য তৈরি করা থাকে, ফলে কোনো অর্ডারদাতা তৈরিকৃত ঐ পণ্যের মতো কিছু বানানোর অর্ডার করলে সেক্ষেত্রে আমি নতুনভাবে পণ্য তৈরি না করে আগের বানানো ঐ পণ্যটিই অর্ডারদাতা ক্রেতাকে বুঝিয়ে দিই।
এখন জানার বিষয় হল, শরীয়তের দৃষ্টিতে কি আমার এই লেনদেন জায়েয হচ্ছে?
Answer
অর্ডারকারীর জন্য তৈরিকৃত লেপ-তোশক ইত্যাদি অর্ডারকারী বুঝে নেওয়ার আগে অন্যের কাছেও সেটি বিক্রি করা জায়েয আছে। তবে এক্ষেত্রে শর্ত হল, নির্ধারিত সময়ের ভেতরই তাকে তার পণ্য সরবরাহ করতে হবে এবং ওই পণ্যটি পুরোপুরি অর্ডারকারীর সাথে চুক্তিকৃত গুণগত মানের হতে হবে। আর অর্ডারকারীর কাক্সিক্ষত মানের পণ্য পূর্ব থেকে বানানো থাকলে এক্ষেত্রে সেটিও তাকে দেওয়া যাবে।
* >المبسوط< للسرخسي ১২/১৩৯ : (وإذا عمله الصانع، فقبل أن يراه المستصنع باعه، يجوز بيعه من غيره) لأن العقد لم يتعين في هذا بعد.
–আলমুহীতুল বুরহানী ১০/৩৬৫; তাবয়ীনুল হাকায়েক ৪/৫২৭; ফাতাওয়া তাতারখানিয়া ৯/৪০১; আলবাহরুর রায়েক ৬/১৭১; আদ্দুররুল মুখতার ৫/২২৫; শরহুল মাজাল্লাহ, আতাসী ২/৪০১