Safar 1447 || August 2025

শাহবায - আশুলিয়া, সাভার

৬৭৭৬. Question

আমি এক বিষয়ে আল্লাহর কসম করে বলি যে, আমি আর কখনো এ কাজ করব না কিন্তু পরে আমি তা ভুলে যাই এবং ঐ কাজটি করে ফেলি এখন আমার ভুলবশত ঐ কাজটি করার দ্বারাও কি কসম ভঙ্গ হয়ে গেছে? যদি ভঙ্গ হয়ে যায়, তাহলে হেফযখানায় পড়ার সময় ছোট (নাবালেগ) থাকা অবস্থায় যেসকল কসম করেছিলাম, কিন্তু বড় হয়ে ভুলে ভঙ্গ করে ফেলি, তার জন্যও কি কাফফারা দিতে হবে?

Answer

কসম করার পর ভুলে গিয়ে তা করে ফেললেও কসম ভেঙে যায় তাই প্রশ্নোক্ত অবস্থায় আপনার কসম ভেঙে গেছে আপনাকে এর কাফফারা আদায় করতে হবে

আর হেফযখানায় ছোট (নাবালেগ) অবস্থায় যেসকল কসম করেছিলেন, তা সংঘটিতই হয়নি কেননা কসম সংঘটিত হওয়ার জন্য বালেগ হওয়া শর্ত তাই বড় হয়ে ভুলে ঐ কাজগুলো করার কারণে কাফফারা দিতে হবে না

* >الفتاوى التاتارخانية< /৩৪ : المكره والطائع والناسى فى الحلف والحنث سواء.

ফাতহুল কাদীর ৪/৩৪৮, ৩৫৩; আলবাহরুর রায়েক ৪/২৭৭, ২৮০; মাজমাউল আনহুর ২/২৬৫, ২৬৪; আদ্দুররুল মুখতার ৩/৭০৪, ৭০৯

Read more Question/Answer of this issue