Safar 1447 || August 2025

শামসুল আলম - ডুমুরিয়া, খুলনা

৬৭৭৫. Question

গত দুই মাস আগে আমি আমার মেয়েকে এক প্রবাসী ছেলের সাথে বিয়ে দিই ছেলে বিদেশ থাকা অবস্থায়ই তার প্রতিনিধির মাধ্যমে বিয়ে সংঘটিত হয় কিন্তু আল্লাহর ফয়সালা ওই ছেলের দেশে আসার পূর্বেই ইন্তেকাল হয়ে গেছে

জানার বিষয় হল, বিয়ের পর তো আমার মেয়ের সাথে তার স্বামীর দেখাসাক্ষাৎ কিছুই হয়নি এক্ষেত্রেও কি তার ওপর ইদ্দত পালন জরুরি? ইদ্দত অতিক্রান্ত হওয়ার পূর্বে তাকে কি অন্যত্র বিবাহ দেওয়া যাবে?

Answer

প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার মেয়ের ওপর স্বামী মৃত্যুর ইদ্দত (চার মাস দশ দিন) পালন করা জরুরি ইদ্দত শেষ হওয়ার পূর্বে তাকে অন্যত্র বিবাহ দেওয়া জায়েয হবে না কেননা স্বামী মৃত্যুর ইদ্দত আবশ্যক হওয়ার জন্য বিয়ের পর স্বামী-স্ত্রীর পরস্পর দেখা-সাক্ষাৎ, মেলামেশা কিংবা নির্জনবাস কিছুই শর্ত নয়; বরং বিবাহ সহীহভাবে সম্পন্ন হওয়ার পর স্বামী-স্ত্রীর মাঝে দেখাসাক্ষাৎ হওয়ার আগে স্বামী মারা গেলেও স্ত্রীর জন্য চার মাস দশ দিন ইদ্দত পালন করা আবশ্যক

আল্লাহ তাআলা ইরশাদ করেন

وَ الَّذِیْنَ یُتَوَفَّوْنَ مِنْكُمْ وَ یَذَرُوْنَ اَزْوَاجًا یَّتَرَبَّصْنَ بِاَنْفُسِهِنَّ اَرْبَعَةَ اَشْهُرٍ وَّ عَشْرًا.

আর তোমাদের মধ্যে যারা স্ত্রী রেখে মারা যায়, তাদের স্ত্রীরা নিজেদের চার মাস দশ দিন প্রতীক্ষায় রাখবে (সূরা বাকারা, আয়াত ২৩৪)

এ আয়াতের ব্যাখ্যায় ইমাম ইবনে কাসীর রাহ. বলেন

هَذَا أَمْرٌ مِنَ الله لِلنِّسَاءِ اللَّاتِي يُتَوَفَّى عَنْهُنَّ أَزْوَاجُهُنَّ: أَنْ يَعْتَدِدْنَ أَرْبَعَةَ أَشْهُرٍ وَعَشْرَ لَيَالٍ، وَهٰذَا الْحُكْمُ يَشْمَلُ الزَّوْجَاتِ الْمَدْخُوْلَ بِهِنَّ وَغَيْرَ الْمَدْخُوْلِ بِهِنَّ بِالْإجْمَاعِ.

যেসকল মহিলার স্বামী মারা গেছে তাদের জন্য আল্লাহর নির্দেশ হল, তারা চার মাস দশ রাত ইদ্দত পালন করবে এবং এ বিধানটি স্বামীর সাথে সহবাস হয়েছে বা হয়নি সকল মহিলার জন্যই প্রযোজ্য এ ব্যাপারে সবার ইজমা (তাফসীরে ইবনে কাসীর ১/৪২৬)

আতা রাহ. বলেন

تَعْتَدُّ الْمُتَوَفَّى عَنْهَا أَرْبَعَةَ أَشْهُرٍ وَعَشْرًا، وَإِنْ لَمْ يُصِبْهَا زَوْجُهَا.

স্বামী মারা গেলে স্ত্রী চার মাস দশ দিন ইদ্দত পালন করবে, যদিও স্বামীর সাথে সহবাস না হয়ে থাকে (মুসান্নাফে আবদুর রায্যাক, বর্ণনা ১২০৪৯)

 

* كتاب >الأصل< /৪০৩ : والمتوفى عنها زوجها إن كانت حرة مسلمة أو من أهل الكتاب بعد أن يكون زوجها مسلما، فعدتها أربعة أشهر وعشرة أيام، إن كان دخل بها، وإن لم يكن دخل بها، صغيرة كانت أو كبيرة.

শরহু মুখতাসারিত তাহাবী, জাস্সাস ৫/২৩৯; আলমুহীতুল বুরহানী ৫/২২৬; ফাতাওয়া তাতারখানিয়া ৫/২২৮; ফাতাওয়া বায্যাযিয়া ৪/২৫৬; আলবাহরুর রায়েক ৪/১৩২; আদ্দুররুল মুখতার ৩/৫১০

Read more Question/Answer of this issue