Safar 1447 || August 2025

ইয়াসিন মোল্লা - সিরাজগঞ্জ

৬৭৭৪. Question

আল্লাহর রহমতে এ বছর আমি উমরা করেছি নফল তাওয়াফ ও অন্যান্য আমলের মধ্যেই সময় কাটানোর চেষ্টা করেছি তবে তাওয়াফ করতে গিয়ে কখনো ওযু ছুটে গেলে ওযু করে এসে কী করব তা নিয়ে দ্বিধায় পড়েছি ওযু করে আসার পর তাওয়াফ প্রথম থেকে শুরু করতে হবে, নাকি যে চক্করে ওযু ভেঙেছে সেখান থেকে শুরু করলেও হবে? হুজুরের নিকট এর সঠিক মাসআলাটি জানতে চাচ্ছি

Answer

তাওয়াফ অবস্থায় যেখানে ওযু ভেঙেছে ওযু করে সেখান থেকে বাকি তাওয়াফ পূর্ণ করলেও তাওয়াফ আদায় হয়ে যাবে

তবে ওযু ভাঙার আগে তাওয়াফের অধিকাংশ চক্কর (চার চক্কর) করা না হয়ে থাকলে ওযু করে আসার পর পুনরায় প্রথম থেকে তাওয়াফ আদায় করা উত্তম

আতা রাহ. থেকে বর্ণিত, তিনি বলেন

تَسْتَقْبِلُ الطَّوَافَ أَحَبُّ إلَيَّ، وَإِنْ فَعَلَتْ فَلاَ بَأْسَ بِهِ.

(তাওয়াফের মাঝে ওযু ভেঙে গেলে ওযু করে এসে) শুরু থেকে তাওয়াফ করা উত্তম তবে (যে স্থানে ওযু ভেঙেছে সেখান থেকে) যদি তাওয়াফ করে নেওয়া হয়, তাহলেও সমস্যা নেই (মুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা ১৩৬০২)

* >المبسوط< للسرخسي /৪৮ : (قال) وإذا خرج الطائف من طوافه لصلاة مكتوبة أو جنازة أو تجديد وضوء ثم عاد، بنى على طوافه؛ لما بينا أنه ليس كالصلاة في الأحكام، فالاشتغال في خلاله بعمل لا يمنع البناء عليه.

আলমুহীতুর রাযাবী ২/২০৬; ফাতহুল কাদীর ২/৩৮৯; আলমাসালিক ফিল মানাসিক ১/৪৪৮; রদ্দুল মুহতার ২/৪৯৭; গুনইয়াতুন নাসিক, পৃ. ১২৭

Read more Question/Answer of this issue