Safar 1447 || August 2025

সালীম মাহদী - আদর্শ সদর, কুমিল্লা

৬৭৭০. Question

আমি কয়েক দিন আগে বিতিরের নামাযে দুআয়ে কুনূত তো পড়েছি; কিন্তু দুআয়ে কুনূতের আগে তাকবীর বলতে ও হাত ওঠাতে ভুলে যাই এমনকি সেজন্য সাহু সিজদাও আদায় করিনি

জানার বিষয় হল, আমার নামায কি আদায় হয়েছে?

Answer

হাঁ, আপনার বিতির নামাযটি আদায় হয়েছে এক্ষেত্রে সাহু সিজদা না করে ঠিকই করেছেন কেননা বিতির নামাযে দুআয়ে কুনূতের আগে হাত ওঠানো ও তাকবীর বলা সুন্নত; ওয়াজিব নয় তাই এগুলো ছুটে গেলে সাহু সিজদা ওয়াজিব হবে না তবে কোনো ওজর ছাড়াই নামাযে ইচ্ছাকৃত কোনো সুন্নত ছেড়ে দেওয়া অন্যায় ভবিষ্যতে যেন এ ধরনের ভুল না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে

* >البحر الرائق< /৯৬ : ومما ألحق به تكبيره، وجزم الشارح بوجوب السجود بتركها، وذكر في الظهيرية أنه لو ترك تكبيرة القنوت، فإنه لا رواية لهذا، وقيل : يجب سجود السهو اعتبارا بتكبيرات العيد، وقيل: لا يجب اهـ. وينبغي ترجيح عدم الوجوب، لأنه الأصل، ولا دليل عليه.

শরহু মুখতাসারিল কারখী, কুদূরী ১/৬১০; ফাতাওয়া তাতারখানিয়া ২/৩৯৮; রদ্দুল মুহতার ১/৪৬৮, ২/৬

Read more Question/Answer of this issue