Safar 1447 || August 2025

মুহাম্মাদ আলফাতিহ - সদর দক্ষিণ, কুমিল্লা

৬৭৬৯. Question

আমার এক নিকটাত্মীয় কয়েক মাস যাবৎ অনেক অসুস্থ ছিলেন এসময় তিনি শুয়ে বা বসে মাথার ইশারায় নামায পড়তেন শেষ দুই সপ্তাহ অসুস্থতা অনেক বেড়ে যায় তখন তার হুঁশ-জ্ঞান ছিল কিন্তু শুয়ে মাথার ইশারা করে নামায পড়া তার পক্ষে সম্ভব ছিল না এখন তিনি সুস্থ হয়েছেন

জানার বিষয় হল, তার জন্য কি ঐ দুই সপ্তাহের নামায কাযা করতে হবে?

Answer

না, প্রশ্নোক্ত ক্ষেত্রে তাকে ঐ দুই সপ্তাহের নামায কাযা করতে হবে না কেননা অসুস্থ ব্যক্তির হুঁশ-জ্ঞান থাকলেও তার যদি মাথার ইশারায়ও নামায আদায়ের সক্ষমতা না থাকে, আর এ অবস্থায় একাধারে ছয় ওয়াক্ত কিংবা এরও বেশি সময় পার হয়ে যায়, তাহলে পরবর্তীতে সে সুস্থ হয়ে গেলেও ঐ নামাযগুলোর কাযা করা জরুরি নয়

* >الفتاوى الولوالجية< /১০৬ : وإذا أغمي عليه أو جن، أو عجز عن الإيماء بالرأس، إن دام على ذلك، حتى كان أكثر من يوم وليلة، يسقط قضاء الصلاة، وإن كان أقل لا يسقط.

আলফাতাওয়া মিন আকাবীলিল মাশায়িখ, পৃ. ৯৮; ফাতাওয়া খানিয়া ১/১৭২; আযযাখিরাতুল বুরহানিয়া ২/৪০৫; হালবাতুল মুজাল্লী ২/২৯; আদ্দুররুল মুখতার ২/৯৯

Read more Question/Answer of this issue